ফেসবুক নিয়ে জেনে নিন সব অজানা তথ্য ২০২৩

ফেসবুক নিয়ে জেনে নিন সব অজানা তথ্য ২০২৩

আজ আমরা আমাদের পোস্টে আলোচনা করবো ফেসবুক সম্পর্কে। আসুন জেনে ফেসবুক কি? ফেসবুক স্ট্যাটাস, ফেসবুক ক্যাপশন, স্টাইলিস্ট ফেসবুক স্ট্যাটাস, মেয়েদের ফেসবুক প্রোফাইল পিকচার, ফেসবুক আইডির নাম ইত্যাদি বিষয়ে।

ফেসবুক কি?

বর্তমান সময়ে ফেসবুকের নাম শুনেননি এমন মানুষ হয়তো পাওয়া যাবেনা। তবে যদি জানতে চাওয়া হয়, ফেসবুক আসলে কি? তবে বেশিরভাগই সঠিক উত্তর দিতে পারবেনা। মূলত ফেসবুক হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া প্লাটফরম। যেখানে আমরা লেখনী, ছবি, ভিডিও ইত্যাদি আদান-প্রদানের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকি।

ফেসবুক চালু 

ফেসবুক চালু হয় হয় ফেব্রুয়ারি ২০০৪ সালে। ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমেরিকান নাগরিক মার্ক জাকারবার্গ। 

Read More: নতুন ফেসবুক চালু করুন খুব সহজে ২০২৩

ফেসবুক স্ট্যাটাস

ফেসবুক স্ট্যাটাস হচ্ছে সোশ্যাল মিডিয়ার আপডেট ফিচার যার মাধ্যমে একজন ব্যবহারকারী তার মনের আবেগ অনুভূতি, তথ্য, ভিডিও, স্থির চিত্র ইত্যাদি প্রকাশ করে থাকেন। এই স্ট্যাটাসের মাধ্যমে একজন ফেসবুক ব্যাবহারকারী অন্যদের সাথে সংযুক্ত থাকতে পারেন।  

ফেসবুক ক্যাপশন 

ফেসবুক ক্যাপশন মূলত একটি টাইটেল বা কোন ছবি বা চিত্রের ব্যাক্ষা। ক্যাপশনের মাধ্যমে এর পোস্টকারি ফেসবুকে থাকা তার বন্ধুদের এ সম্পর্কে জানিয়ে থাকেন। 

ফেইসবুক স্ট্যাটাস ক্যাপশন 

ফেসবুক স্ট্যাটাসে ক্যাপশন খুবই গুরুত্বপুর্ণ। কেননা একটি ভালো ক্যাপশই ভালো স্ট্যাটাসের মূল নিয়ামক। ক্যাপশন মূলত দেয়া হয় ছবি বা ভিডিও সম্বেলিত স্ট্যাটাসে। এতে উক্ত ছবি বা স্ট্যাটাসের গুরত্ব, অর্থ বেশ সহজেই বোঝা যায়। 

ফেইসবুক স্ট্যাটাস ছবি

আমরা ইতিমধ্যে জেনেছি ফেসবুক স্ট্যাটাস কি। ফেসবুক স্ট্যাটাসে ছবি সংযুক্ত করে যে স্ট্যাটাস দেয়া হয় তাকে ছবিযুক্ত ফেসবুক স্ট্যাটাস বলে। ফেসবুক স্ট্যাটাসে ছবি দিতে চাইলে ফেসবুক নিউজফিডে যেয়ে স্ট্যাটাসের নিচে Photos লেখা অপশনে ক্লিক করে পছন্দের ছবিতে চাপ দিতে হবে। এরপর Post Now এ ক্লিক করলেই ছবিটি পোস্ট হয়ে যাবে। 

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস 

ফেইসবুকে ছেলেরা যেসকল স্ট্যাটাস দিয়ে থাকে সেগুলোকেই ছেলেদের ফেসবুক স্ট্যাটাস বলা হয়। ফেইসবুকে ছেলেরা মূলত খেলাধুলা, প্রেম, লেখাপড়া, রাজনীতি এসকল বিষয় নিয়েই স্ট্যাটাস দিয়ে থাকে। তবে কখনো কখনো এর ব্যতিক্রমও দেখা যায়। 

ফেইসবুক স্ট্যাটাস বাংলা 

ফেইসবুকে দেবার উপযোগী কিছু ফেসবুক স্ট্যাটাস বাংলা হচ্ছে, 

(১) ,,মোবাইল টিপবো এমবি নাই……..

,,চ্যাট করার মানুষ নাই…….

একটু শান্তিতে ঘুমাব কারেন্ট নাই….

আমাদের সিঙ্গেল দের কি…….?

,,পৃথিবীতে শান্তিতে থাকার অধিকার নাই…

(২) ……..!!

-কী খুঁজছেন….?

!! ভালোবাসা!!

-সেটাও আজকাল Wifi এর মতো হয়ে গেছে

❤️ যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণ

Connected

-দূরে গেলেই Searching Network….!!

(৩) আম্মুকে বলেছিলাম “বিরিয়ানি”

আম্মু শুনেছে “বিরি টানি।

এরপর শুরু হলো থাপড়ানি..

 আর এখন আমি ডান কানে কম শুনি..

(৪) “যে নিজের দূর্বলতা আড়াল করতে গিয়ে নিজেকেই আড়াল করে ফেলে সে ভীতু,কাপুরুষ ।”

স্টাইলিস্ট ফেইসবুক স্ট্যাটাস

নিচে কতগুলো স্টাইলিস্ট ফেসবুক স্ট্যাটাস দেয়া হলে। আপনার যেটি ভালো লাগে ফেইসবুকে দিয়ে দিতে পারেন। 

(১)

シ︎ꨄ︎-“বাস্তবতা”

-কখনোই গল্পের মতো সুন্দর হয় না!

“আর”

-সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না!♡︎༎-

_!!A_

(২)

┊┊

┊┊┊

  • ──────༏༏༏༏─────

শেষ রাতের ঘুম যেমন মানুষের কাছে বেশি প্রিয় । শেষ রাতের ইবাদাত ও আল্লাহর কাছে বেশি প্রিয় ।

  • ──────༏༏༏༏──────•

┊┊┊

┊┊

(৩)

≻───── ⋆⋆ ─────≺

.༎༊ ༊ ༎.

༅༎এ দেশে ༅༎মাছ ༅༎শুকাইলে༅༎ শুঁটকি༅༎

༅༎ফল ༅༎শুকাইলে ༅༎আচার ༅༎

༅༎মেয়ে༅༎ শুকাইলে ༅༎স্মার্ট ༅༎

༅༎আর ༅༎ছেলে ༅༎শুকাইলে༅༎ গাজাখোর༅༎

.༎༊ ༊ ༎.༅༎

≻───── ⋆⋆ ─────≺

(৪) 

°মিথ্যা ভালোবাসার চেয়ে,,

”মোবাইল এর ব্যাটারি অনেক ভালো,,

•অন্তত যাওয়ার আগে,,

’২-৩’ বার ওয়ার্নিং দিয়ে যায়..!

(৫) 

ꕹꕥꔹ ব্যার্থতাই মানুষকে তারꕹꕥꔹ

༆জীবনের সঠিক ༎♡︎༉পথ চিনতে শিখায়.༆

মেয়েদের ফেসবুক প্রোফাইল পিকচার

মেয়েদের ফেসবুক প্রোফাইল পিকচার সাধারণত খুবই সুন্দর ছবি দিয়ে দেয়া হয়। কখনো কখনো পুতুল, কার্টুন, সন্তানের ছবি ফেসবুক প্রোফাইলে ব্যাবহার করে মেয়েরা। নিজের ছবি দেয়া প্রোফাইল পিকচার থাকলে প্রোফাইল লক করার প্রবণতা দেখা যায়। অন্য পুরুষদের থেকে নিজের ছবি আড়াল করতেই মূলত তারা প্রোফাইল লক বা ভিন্ন ছবি ব্যাবহার করে থাকে। 

ফেসবুক প্রোফাইল পিকচার

ফেইসবুক প্রোফাইল পিকচার একজন ব্যাবহারকারীর মূল পরিচায়ক। কেননা একই নামে একাধিক ব্যক্তি ফেইসবুকে রয়েছে। যার ফলে ফেসবুক প্রোফাইল পিকচার দিয়ে নির্দিষ্ট ব্যাক্তিকে খুঁজে বের করা বা চেনা যায়। প্রোফাইলে পিকচার বলতে ফেসবুককে ব্যাবহারকারীর নামের সাথে/উপরে থাকে গোল ফ্রেমের ছবিকেই বুঝানো হয়। 

ফেসবুক আইডির নাম

ফেইসবুক আইডির নানা রকমের, ধরনের নাম হতে পারে। কেউ নিজের নাম স্বাভাবিকভাবে লিখে রাখে, কেউবা স্টাইলিস্ট ফন্ট ব্যবহার করে লিখে, কেউ আবার ভিন্ন ভাষায় নাম ট্রান্সলেট করে লিখে। এছাড়াও অনেকেই প্রিয় খেলোয়াড়, নায়ক/নায়িকা, অভিনেতা/অভিনেত্রী, সাহিত্যিক এদের নামও ব্যাবহার করে থাকে। মূলত প্রোফাইল পিকচারের সাথে থাকা শব্দ গুলোই সেই ফেসবুক ব্যাবহারকারীর আইডির নাম। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *