প্রাথমিক শিক্ষকদের প্রতিস্থাপন সাপেক্ষে বদলিঃ অধিদপ্তরের নির্দেশনা ২০২৩

২০২২ সালেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।  বদলি কার্যক্রম শুরুর পর বেশ কয়েকটি ধাপে প্রাথমিক শিক্ষকদের বুদ্ধির আবেদন গ্রহণ করে সেগুলো নিষ্পত্তি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।  তবে এর মধ্যে কিছু কিছু শিক্ষককে প্রতিস্থাপন সাপেক্ষে বদলি আদেশ দেয়া হয়েছিল। এ নিয়ে শিক্ষকদের মধ্যে নানা ধরনের প্রশ্ন ছিল। অবশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের প্রতিস্থাপন সাপেক্ষে বদলির জটিলতা নিরসন করেছে। আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত একটি পত্র জারি করা হয়েছে। যেখানে প্রাথমিক শিক্ষকদের প্রতিস্থাপন সাপেক্ষে বদলির বিষয়টি পরিষ্কার করা হয়েছে। আসুন দেখে দেখে নেই অধিদপ্তরের জারিকৃত প্রতিস্থাপন বদলির চিঠি।

অনলাইন বদলি সফটওয়ারের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের ‘ প্রতিস্থাপন সাপেক্ষে ‘ বদলির আদেশ জারি সম্পর্কিত।

চিঠিতে বলা হয়েছে, অনলাইন শিক্ষক বদলি কার্যক্রমের মাধ্যমে যে সকল শিক্ষকের অনুকূলে ‘ প্রতিস্থাপন সাপেক্ষে ‘ জারীকৃত বদলির আদেশ জারি করা হয় , সেক্ষেত্রে বদলি নির্দেশিকার অনুচ্ছেদ ৩.৪ অনুযায়ী দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়ের যে কোন এক শিফটের শিক্ষার্থী যথা ১ ম ও ২ য় অথবা ৩ য় হতে ৫ ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে যে সংখ্যা বেশি হবে তা ১:৪০ অনুপাত হিসেবে বিবেচনায় নিয়ে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ প্রাপ্তশিক্ষকগণকে বদলিকৃত বিদ্যালয়ে যোগদানের নিমিত্ত অবমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

নাসরিন সুলতানা

সহকারী পরিচালক ( পলিসি ও অপা:)

Read More: প্রাথমিক বিদ্যালয়ের আন্তসিটি কর্পোরেশন বদলির আবেদন অগ্রায়ন

প্রতিস্থাপন বদলি নিয়ে পাঠকদের প্রশ্ন ও উত্তর 

প্রশ্নঃ আমরা যারা প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ পেয়েছি তাদের করণীয় কি??

উত্তরঃ আপনার বিদ্যালয়ে যদি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অথবা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 1ঃ40 এর চেয়ে কম হয় তাহলে আপনি উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে বদলির আদেশ পাবেন।

প্রশ্নঃ  স্কুলে ৩ জন কর্মরত, শিক্ষার্থী সংখ্যা ১ম-২য় =৩৮ জন, ৩য়-৫ম=৩৪ জন। তাহলে কি অবমুক্ত হওয়া যাবে??
২ শিফট স্কুল।

উত্তরঃ জী পারবেন।

প্রশ্নঃ প্রতিস্থাপন বদলির জন্য কোথায় যোগাযোগ করব?

উত্তরঃ উপজেলা শিক্ষা অফিস।

প্রশ্নঃ যারা নতুন শিক্ষক পায়নি তারা কি,,, বদলিকৃত স্কুলে যেতে পারবে?

উত্তরঃ জি, যদি ১ঃ৪০ হয়।

প্রতিস্থাপন সাপেক্ষে বদলির জন্য আজকের এই আদেশটি মূলত শিক্ষক বদলি নীতিমালা ২০১৯ এর ৩.৪  এর আলোকে জারি করা হয়েছে।

প্রাথমিক শিক্ষকদের প্রতিস্থাপন সাপেক্ষে বদলিঃ অধিদপ্তরের নির্দেশনা

প্রতিস্থাপন বদলি ২০২৩

প্রাথমিক শিক্ষকদের প্রতিস্থাপন সাপেক্ষে বদলিঃ অধিদপ্তরের নির্দেশনা

 

About admin

Check Also

IPEMIS এ অনুমোদিত শিক্ষক পদ সংখ্যা সংশোধন

প্রাথমিকের IPEMIS এ অনুমোদিত শিক্ষক পদ সংশোধন করার পদ্ধতি

IPEMIS এ অনুমোদিত শিক্ষক পদ সংশোধন করবেন কিভাবে?  এটি নিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান।  আপনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *