সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলমান মোট ২০ নম্বরের মধ্যে বিষয় ভিত্তিক সাপ্তাহিক ও ধারাবাহিক মুল্যায়নের মাধ্যমে বার্ষিক মূল্যায়ন করতে হবে। আজ আমরা বার্ষিক মুল্যায়ন পদ্ধতি ২০২৩ উদাহারণ সহ আলোচনা করবো। মনে করি, ৩য় শ্রেণির ছাত্র মোঃ কাসেম মিয়া বাংলা বিষয়ে গৃহীত সাপ্তাহিক মূল্যায়ন পরিক্ষায় পাঁচ সপ্তাহে সর্বোচ্চ নম্বর পেয়েছে যথাক্রমে ১৩, ১৮, ১৮, ১৪ ও ১২।
প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মুল্যায়ন পদ্ধতি ২০২৩
প্রথম ধাপঃ
কাসেম মিয়ার বাংলা বিষয়ে প্রাপ্ত সর্বোচ্চ পাঁচটি নম্বরের যোগফল নির্ণয় করুন-
১৩+১৮+১৮+১৪+১২= ৭৫
প্রাপ্ত ৭৫ নম্বরের মধ্যে ৪০% হিসেবে প্রাপ্ত নম্বর বের করুণ।
কাসেম এর প্রাপ্ত ৭৫ নম্বরের ৪০% হলো = ৩০
(৭৫×৪০%= ৩০ বা ৭৫×৪০÷১০০= ৩০)
এভাবে বাংলা, ইংরেজি, গণিত, বাওবি, প্রাথমিক বিজ্ঞান ও ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রাপ্ত নম্বর এর যোগফল নির্ণয় করে ৪০% হিসেবে প্রাপ্ত নম্বরগুলো বের করুন।
দ্বিতীয় ধাপঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেয়া তারিখ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মুল্যায়ন এর জন্য ৩য় প্রান্তিক বা চূড়ান্ত পরিক্ষা গ্রহণ করুন। চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা ৬০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
মনেকরি, ৩য় প্রান্তিক বা চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় কাসেম ৬০ নম্বরের মধ্যে ৪০ নম্বর পেয়েছে।
[৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি ৬০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং ৩য় প্রান্তিক বা চূড়ান্ত পরীক্ষা গ্রহণের তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পরবর্তিতে জানানো হবে]
চূড়ান্ত ধাপঃ
কাসেম মিয়ার ১ম ধাপ থেকে ৪০% হিসেবে প্রাপ্ত নম্বর- ৩০
এবং
২য় ধাপ থেকে ৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর- ৪০
সুতরাং বাংলা বিষয়ে প্রাপ্ত মোট নম্বর হলোঃ (৩০+৪০)= ৭০
মোঃ কাসেম এর অগ্রগতি প্রতিবেদনঃ
- নম্বরঃ ৭০ (৬০% – ৭৯%)
- গ্রেডঃ খ
- শিখনের অর্জিত মাত্রাঃ উত্তম
বিঃদ্রঃ এটি একটি নমুনা মাত্র। যা একটি বিষয় ধরে নির্ণয় করা হয়েছে। এভাবে ৬ টি বিষয়ের নম্বর বের করে যোগ করতে হবে। তারপর যোগফলকে ৬ দ্বারা ভাগ করে গড় বের করে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি প্রতিবেদন প্রদান করতে হবে।
বিস্তারিতভাবে বলতে গেলে উপরোক্ত পন্থায় সকল বিষয়ের প্রাপ্ত নম্বর নিণয় করে গড় নির্ণয় করতে হবে।
যেমন:
বাংলা: ৭৫
ইংরেজী: ৭৫
গণিত: ৮৫
বিজ্ঞান: ৭৪
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: ৮৭
ধর্ম ও নৈতিক শিক্ষা: ৮৮
তাহলে কাসেম এর সকল বিষয়ে প্রাপ্ত নম্বরের যোগফল হলো= ৪৮৪
সুতরাং
৪৮৪÷ ৬
=৮০.৬০ [যেহেতু ৮০% – ১০০%= ক]
তাহলে কাসেম মিয়ার বার্ষিক মুল্যায়ন গ্রেড ও শিখনের অর্জিত মাত্রা হবে নিম্নরূপঃ
- গ্রেড: ক
- শিখনের অর্জিত মাত্রাঃ অতি উত্তম
Read More:
সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রেডিং নীতিমালা ও গ্রেডিং ছক পূরণের নির্দেশনা
প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মুল্যায়ন পদ্ধতি নমুনা
প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মুল্যায়ন ২০২৩ নমূনা ছকঃ
বি.দ্র.:- সকল পরীক্ষার ফলাফল সংরক্ষণ করতে হবে এবং সংযুক্ত ছক অনুসারে “শিক্ষার্থীর শিখন অগ্রগতির প্রতিবেদন -২০২৩3” শিক্ষার্থীদের/অভিভাবকের নিকট সরবরাহ করতে হবে।
এছাড়া শিক্ষা বিষয়ক সকল আপডেট সহ DPE NEWS, DPE NEWS UPDATE, DSHE News Update জানতে আমাদের হোমপেজে ভিজিট করুন। শিক্ষা নিউজ সবার আগে পেতে ফলো করুন আমাদের ওয়েবসাইট।