আইসিটি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২৩
শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী আইসিটি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২৩ জারি করেছে। যে সকল শিক্ষক আইসিটি ট্রেনিং করতে ইচ্ছুক তারা আইসিটি ট্রেনিং এর জন্য দরখাস্ত করবেন। আইসিটি ট্রেনিংয়ের জন্য আবেদন পদ্ধতি ও আবেদনের লিংক আমাদের পোস্টে দেওয়া আছে। শিক্ষকদের আইসিটি ট্রেনিং টি মূলত বগুড়ায় অনুষ্ঠিত হয়।
যে সকল শিক্ষক আইসিটি প্রশিক্ষণের জন্য আবেদন করবেন তাদের আবেদনের প্রেক্ষিতে প্যানেল প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্যানেল অনুসারে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষককে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
আইসিটি প্রশিক্ষণের শর্তাবলী
- ইতিমধ্যে যারা ৩০ দিন মেয়াদী আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন তাদের পুনরায় আবেদন করে আইসিটি ট্রেনিং করার প্রয়োজন নেই।
- আবেদনকারী শিক্ষককে তার প্রতিষ্ঠান প্রধান অথবা ম্যানেজিং কমিটির সভাপতি থেকে অনুমতি বা সুপারিশ গ্রহণপূর্বক আবেদন করতে হবে।
- গর্ভবতী নারী, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি জটিলতা সহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত এবং ৫২ বছরের উর্ধের প্রার্থীদের আবেদন করার দরকার নেই।
- বিস্তারিত তথ্যাদি www nactar gov bd / www nactar org ওয়েবসাইটে প্রদর্শিত নির্ধারিত লিংক এর মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রশিক্ষণের ব্যাপারে যেকোন সুপারিশ আবেদনকারীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
- কর্তৃপক্ষ যে কোন সময় প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য, প্রশিক্ষণ শুরুর তারিখ পরিবর্তন, পরিমার্জন করতে পারবেন।
- প্রশিক্ষণার্থী মনোনোয়নের ক্ষেত্রে নেকটার কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আইসিটি প্রশিক্ষণ আবেদন ফরম পূরন পদ্ধতি / ICT Training Application Form Fillup
২০২৩-২৪ অর্থ বছরেে ৩০ দিন মেয়াদি আইসিটি বিষয়ক প্রশিক্ষণে রেজিস্ট্রেশন এর জন্য www.nactar.org এ প্রবেশ করুন। এখানে প্রবেশ করার পর একটি মেনু দেখতে পারবেন।
READ MORE: ব্যানবেইসে এমপিও শিক্ষক ভেরিফিকেশন। Banbeis MPO Teacher Verify 2023
মেন্যু পরিচিতিঃ
আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কোর্সের আবেদন ফরমটি সঠিকভাবে পড়ুন এবং তথ্যগুলি শুদ্ধ বানানে পূরণ করুন:
“ইউজার নেম” – আপনি আপনার নামের একটি অংশ ইউজার নেম হিসেবে নিতে পারেন। সাথে যে কোন সংখ্যা যুক্ত করতে পারেন। আপনাকে ইউজার নেমটি সংরক্ষণ করতে হবে।
“পাসওয়ার্ড” – আপনার পাসওয়ার্ডটি সর্বোচ্চ ৮ ক্যারেকটারের এর মধ্যে রাখুন এবং সংরক্ষণ করুন।
আইসিটি ট্রেনিং আবেদন ফরম পূরন ২০২৩
সকল তথ্য সঠিকভাবে পূরণ হলে “জমা দিন” বাটনে ক্লিক করুন।