শিক্ষক তথ্য ভেরিফিকেশনের নিয়ম ২০২৩

ব্যানবেইসে এমপিও শিক্ষক ভেরিফিকেশন। Banbeis MPO Teacher Verify 2023

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) তাদের ওয়েবসাইটে এমপিও শিক্ষক ভেরিফিকেশন এর জন্য একটি মেনু সংযোজন করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২১ মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির একটি পরিপত্র জারি করা হয়েছিল। সেই পরিপত্রটির আলোকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর তথ্য হালনাগাদ তালিকার সাথে ব্যানবেইসের ২০১৩ সাল থেকে অনলাইন জরিপের শিক্ষক কর্মচারী তথ্য যাচাইয়ের জন্য ব্যানবেইসের ওয়েবসাইটে এমপিও শিক্ষক ভেরিফিকেশন নামে একটি নতুন মেনু সংযোজন করা হয়েছে। এমপিও শিক্ষক ভেরিফিকেশন মেনু থেকে ২০১৩ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করা যাবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০২১ এর আলোকে এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাইয়ের সময় ব্যানবেইস ওয়েবসাইটে নতুন সংযোজিত মেনু ব্যবহারের প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট সকলকে প্রদান করার অনুরোধ জানিয়েছেন মোঃ মহিবুর রহমান মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো।

আরো পড়ুনঃ
এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগের কাগজপত্র যাচাই নীতিমালা সংশোধন ও নতুন নীতিমালা

ব্যানবেইসে এমপিও শিক্ষক ভেরিফিকেশন করার নিয়ম ২০২৩

  • ব্যানবেইসে এমপিও শিক্ষক তথ্য ভেরিফিকেশনের জন্য আপনাকে প্রথমেই ব্যানবেইসের  অফিশিয়াল ওয়েবসাইট banbeis gov bd এ প্রবেশ করতে হবে। 
  • এরপর মেনু থেকে MPO Teacher Verify এই অপশনে ক্লিক করুন।

এমপিও শিক্ষক ভেরিফিকেশন

  • এখন বক্সে শিক্ষা প্রতিষ্ঠান এর EIIN  নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করুন।
  • সার্স এ ক্লিক করার পর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর তথ্য দেখতে পারবেন।
  • এখন বাম পাশের কোনা থেকে এক্সপোর্ট পিডিএফ অপশনে ক্লিক করলে আপনি শিক্ষক কর্মচারীর সকল তথ্য পিডিএফ আকারে সেভ করে প্রিন্ট করতে পারবেন।
  •  প্রিন্ট করার পর সব তথ্য মিলিয়ে দেখুন, কোন রকমের অসঙ্গতি দেখতে পেলে সেটি ঠিক করুন। 

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনি Banbeis MPO Teacher Verify এর মাধ্যমে শিক্ষক তথ্য ভেরিফিকেশন করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *