মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদকরণ 2023

মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদকরণ 2023

মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদ করার জন্য একটি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ( Directorate Of Primary Education DPE)।উক্ত নির্দেশনার আলোকে আমরা জানবো কিভাবে উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে (crvsdpe govbd) হালনাগাদ করতে হবে এবং এর সময়সীমা। প্রথমেই দেখেন এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিবর্তে কি বলা আছেঃ

উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে , প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন “ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প ” এর অধিনে ‘শিক্ষার্থীদের অনলাইনে তথ্য সংগ্রহ ও সফটওয়্যার অপারেশন বিষয়ক প্রশিক্ষণ যে সকল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্পন্ন হয়েছে , উক্ত উপজেলার সকল

বিদ্যালয় এবং চলমান বিভাগসমূহের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলে মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদ করতে হবে । উক্ত কার্যক্রম সম্পন্ন হলে সকল শিক্ষার্থীকে ইউনিক আইডি প্রদান করা হবে ।

উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে লগইন

মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা সফটওয়্যার এর কিভাবে লগইন করতে হবে তা নিচে বর্ণনা করা হলো। উপবৃত্তির ডাটা সফটওয়্যার এ লগইন করে উপবৃত্তির তথ্য হালনাগাদ করার ধাপসমূহঃ 

  • প্রধান ও সহকারী শিক্ষকের PEMIS আইডি ব্যবহার করে crvs.dpe.gov.bd এই লিংকে  লগইন করতে হবে।
  • এরপর বামপাশের ড্যাশবোর্ড এর শিক্ষার্থী ম্যানেজমেন্ট এ গিয়ে আনভেরিফাইড এ ক্লিক করতে হবে।
  • নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য প্রদর্শন করবে এবং ডানপাশে এন্ট্রিতে ক্লিক করে পর্যায়ক্রমে ২০২৩ সালের শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করতে হবে।

আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন। Student Profile Form Download | Unique ID form PDF

উপবৃত্তির তথ্য হালনাগাদের সময়সীমা: 

আগামী ৪ এপ্রিল ২০২৩ থেকে ৩০ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত সফটওয়্যার এ লগইন করে শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করা যাবে।

প্রাথমিক বিদ্যালয়ের ইউনিক আইডি প্রদান

শিক্ষার্থীদের অনলাইনে তথ্য সংগ্রহ ও সফটওয়্যার অপারেশন বিষয়ক প্রশিক্ষণ যে সকল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্পন্ন হয়েছে ,উক্ত উপজেলার সকল বিদ্যালয় এবং বিভাগসমূহের চলমান প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলে মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদ করতে হবে।

এই ডাটা হালনাগাদ কার্যক্রম শেষ হলে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে  ইউনিক আইডি প্রদান করা হবে।

মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদকরণ 2023
মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা হালনাগাদকরণ এর চিঠি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *