প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ০৩ জানুয়ারি ২০২৩ বার্ষিক কর্মপরিকল্পনা প্রকাশের সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন প্রকাশ করেছে। সেই ক্লাস রুটিনটি এখানে দেওয়া হবে।
প্রাথমিক বিদ্যালয়ের নতুন ক্লাস রুটিন ২০২৩ এটি জানুয়ারি থেকে কার্যকর থাকবে। কর্তৃপক্ষ ইচ্ছা করলে রুটিন টি বহাল রাখতে পারে অথবা নতুন কোন রুটিন দিতে পারেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাথমিকের ক্লাস রুটিন ২০২৩ এটি চলমান থাকবে।
এক শিফট বিদ্যালয়ের ক্লাস রুটিন পিডিএফ
প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৩। ০১ জানুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হতে যাওয়া এক শিফট ও দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ের জন্য ক্লাস রুটিন এর নমুনা (০৩/০১/২৩)। তাহলে এক শিফটের স্কুলগুলোতে একই সাথে ১ম-৫ম শ্রেণীর ক্লাশ ও দুই শিফটেরগুলোতে ১ম/২য় শ্রেণীর ক্লাশ শেষ হওয়ার পর ৩য়-৫ম শ্রেণীর ক্লাশ শুরু হবে। তবে পর্যাপ্ত রুম/শিক্ষক ১ম শর্ত এক শিফটের স্কুলগুলোতে। এছড়াও দুটি শিফটে ক্লাশ নেওয়ার সময়ের ব্যবধান লক্ষণীয়।
দুই শিফট বিদ্যালয়ের ক্লাস রুটিন পিডিএফ