সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ২০২৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ২০২৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ২০২৩ঃ চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি ( পিইডিপিই-৪ ) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্যাকেজ নম্বর জিডি ১০১.০১ এর অধীনে ৫ টি লটে ২৬০০০ টি ল্যাপটপ ও প্যাকেজ নম্বর জিডি ৩০১.০১ এর অধীনে ৫ টি লটে ১৫০০০ টি ল্যাপটপ সর্বমোট ৪১০০০ টি ল্যাপটপ ওয়ালটন ডিজি – টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০ টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সরবরাহ করে। Post Landing Inspection (PLI) এর অংশ হিসেবে সরবরাহকৃত ল্যাপটপ সমূহ হতে ১ % হারে ল্যাপটপ বুয়েট কর্তৃক পরীক্ষা/ টেস্ট করা হয়। মহাপরিচালক মহোদয়ের অনুমোদনক্রমে ২০ টি জেলায় সরবরাহকৃত ল্যাপটপের মধ্যে ১ম পর্যায়ে  ১৫ টি জেলার ২৫৭৮৫ টি  ল্যাপটপ বিতরণের জন্য আদেশ জারি করা হয় । অবশিষ্ট ৫ টি জেলার মধ্যে ৪ টি  জেলাতে গঠিত ৩ সদস্য বিশিষ্ট Technical Inspection and Acceptance Committee কর্তৃক টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুসারে যাচাই করে সঠিক পাওয়া যাওয়ায় ১৩১১১ টি  ল্যাপটপ বিদ্যালয় পর্যায়ে বিতরণের জন্য তালিকাসহ মহাপরিচালক কর্তৃক অনুমোদিত হয়েছে। তা এতদসঙ্গে সংযুক্ত করা হলো । এক্ষণে নিম্নবর্ণিত ছক অনুযায়ী সংশ্লিষ্ট  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আগামী ১৬ মার্চ ২০২৩ তারিখের মধ্যে বিতরণের বিষয়টি সার্বিকভাবে সমন্বয় করবেন ।। 

বিতরণকারী অফিসের নাম

মোট ৪ টি কেন্দ্র হতে ল্যাপটপ বিতরণ করা হবে। নিচে বিতরণ কেন্দ্রের নাম এবং গ্রহণকারী অফিসের নাম দেখুন-

১. বিতরণকারী অফিসের নামঃ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, খুলনা 

ল্যাপটপ সংখ্যাঃ ২২৭৪

গ্রহণকারী ডিপিইও অফিসের নাম ও ল্যাপটপ সংখ্যা

  • বাগেরহাট-৮৯১,
  • সাতক্ষীরা-৬৪৫ ও 
  • খুলনা -৭৩৮ 

২. বিতরণকারী অফিসের নামঃ জেলা প্রাথমিক শিক্ষা অফিস ,পটুয়াখালী

ল্যাপটপ সংখ্যাঃ ৩৩৭২

গ্রহণকারী ডিপিইও অফিসের নাম ও ল্যাপটপ সংখ্যা

  • পিরোজপুর -৪৮৫,
  • ভোলা – ৯৩২,
  • পটুয়াখালী -১১৮৬
  • বরগুনা -৭৬৯

৩. বিতরণকারী অফিসের নামঃ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রংপুর 

ল্যাপটপ সংখ্যাঃ ৩৪২১

গ্রহণকারী ডিপিইও অফিসের নাম ও ল্যাপটপ সংখ্যা

  • রংপুর – ৯৫৭
  • লালমনিরহাট -৫৮৯,
  • কুড়িগ্রাম-১০৭০ ও
  • গাইবান্ধা -৮০৫

৪. বিতরণকারী অফিসের নামঃ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, দিনাজপুর 

ল্যাপটপ সংখ্যাঃ ৪০৪৪

গ্রহণকারী ডিপিইও অফিসের নাম ও ল্যাপটপ সংখ্যা

  • নীলফামারী -৭৭১,
  • পঞ্চগড়- ৫৮৫,
  • গাইবান্ধা -১১৭,
  • ঠাকুরগাঁও -৮৯৭ ও
  • দিনাজপুর – ১৬৭৪

 নতুন ল্যাপটপ প্রাপ্ত বিদ্যালয়ের তালিকা

পিডিএফ ডাউনলোড 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ২০২৩

ল্যাপটপ গ্রহণ ও বিতরন 

  • সংযুক্ত তালিকা অনুযায়ী প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট  ল্যাপটপ সরবরাহের ভেন্যু হতে ল্যাপটপ গ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট উপজেলা / থানা শিক্ষা অফিসারগণের নিকট হস্তান্তর করবেন। 
  • উপজেলা / থানা শিক্ষা অফিসারগণ তালিকাভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের নিকট হস্তান্তর  করবেন এবং তালিকাতে ল্যাপটপের সিরিয়াল নম্বর/ বারকোড উল্লেখ করে গ্রহণের স্বাক্ষর নিবেন।   
  • গ্রহণের স্বাক্ষর সম্বলিত তালিকার ১ টি কপি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট দাখিল করবেন।

কুড়িগ্রাম জেলায় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং রংপুর ও নরসিংদী জেলায় সম্মানীত সচিব     মহোদয় ল্যাপটপ বিতরণ উদ্বোধন করবেন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *