প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022| Primary Scholarship Exam 2022
প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 ডিসেম্বর মাসে 30 তারিখ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নীতিমালা অনুসারে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2020 এর নির্দেশনা প্রণয়ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নিচের নির্দেশনা অনুসারে–
বৃত্তি পরীক্ষার পরীক্ষার্থী নির্বাচন পদ্ধতি
- প্রাথমিক বৃত্তি প্রদানের লক্ষ্যে মেধা যাচাইয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাভিত্তিক সর্বোচ্চ 20 শতাংশ শিক্ষার্থীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোন বৃত্তি পরীক্ষার জন্য মনোনয়ন করবেন।
- 20 শতাংশ শিক্ষার্থী যাচাইয়ের ক্ষেত্রে সমন্বয়কারীদের মধ্যে বিষয়ভিত্তিক নম্বর ক্রমানুসারে মনোনয়ন দিতে হবে। এই ক্ষেত্রে যথাক্রমে বাংলা, গণিত, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষায় প্রাপ্ত নম্বর সমূহ বিবেচনা করতে হবে। একাধিক শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর হলে সে ক্ষেত্রে শ্রেণী রোল নম্বর প্রাধান্য পাবে।
- ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থী সংখ্যা ও ভগ্নাংশ হলে গাণিতিক নিয়মে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা রূপান্তর করে শিক্ষার্থী সংখ্যা গণনা করতে হবে।
বৃত্তি পরীক্ষার জন্য ডিআর তৈরি
- উপজেলা শিক্ষা অফিসার গন নিজ নিজ দায়িত্বে উপজেলা ছাত্র ছাত্রীদের তথ্য সংগ্রহ করে ডিআর প্রস্তুত প্রণালি অনুসারে নির্ধারিত ফরমে প্রস্তুত করবেন। এজন্য উপজেলা থানা শিক্ষা অফিসার নির্ভুলভাবে তিন কপি ডিআর ফরম পূরণ করবেন। পরীক্ষার্থীদের উপজেলাভিত্তিক নম্বর প্রদান করা হবে এবং ছাত্রীদের আলাদা ভাবে বোঝানোর জন্য তাদের রোল নাম্বারের আগে ম লিখতে হবে।
- ডিয়ার প্রস্তুতির পরও উপজেলা শিক্ষা অফিসার গ্রহণ নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার বরাবর সারাংশের ছক সহ ডিআর প্রেরণ করবেন।
- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা থানা থেকে প্রাপ্ত ডিয়ার স্বাক্ষর করে নির্ধারিত তারিখের মধ্যে এক কপি অধিদপ্তরের একটি উপজেলা এবং এককপি নিজ দপ্তরে সংরক্ষণ করবেন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবে।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিটি বিষয়ের জন্য দুইজন প্রশ্ন প্রণয়নকারী মনোনয়ন করবেন। একাধিক সেট প্রশ্ন প্রণয়ন ক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য দুইজন হিসেবে প্রশ্ন প্রণয়নকারী মনোনীত করতে হবে। প্রতিটি বিষয়ের প্রশ্ন প্রণয়নের জন্য একজন ইন্সট্রাক্টর এবং একজন বিষয় ভিত্তিক শিক্ষক মনোনয়ন দেয়া হবে। ইংরেজি ভার্সনের প্রশ্ন প্রণয়নের জন্য এ কিভাবে গণিত ও বিজ্ঞান বিষয়ের জন্য প্রশ্ন প্রণয়নকারী মনোনীত করবে।
- প্রশ্ন প্রণয়নের জন্য মডারেটর নির্বাচন প্রাথমিক-শিক্ষা-অধিদপ্তর করবে।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রশ্নপত্র ও বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র কোথায় হবে?
- প্রতিটি উপজেলার পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে।
- পরীক্ষা কেন্দ্রের জন্য সুবিধাজনক বিদ্যালয় সম্মুখে প্রাধান্য দিতে হবে কেন্দ্র নির্বাচনে পরীক্ষার্থীর সংখ্যা যাতায়াত ব্যবস্থা ও বিদ্যালয়ের বধু সুবিধাদি বিবেচনায় রাখতে হবে।
- পরীক্ষার্থীর সংখ্যা ও কেন্দ্রীয় সুবিধাদি বিবেচনায় প্রয়োজনে একাধিক কেন্দ্র স্থাপন করা যাবে।
- উপজেলা কমিটি পরীক্ষাকেন্দ্র নির্বাচন করে জেলা কমিটির অনুমোদন গ্রহণ করবেন মহানগরীর ক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট জেলা কমিটির অনুমোদন নিবেন।
- উপজেলা নির্বাচিত পরীক্ষা কেন্দ্র সমূহের তালিকা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার উত্তরপত্র প্রস্তুত ও বিতরণ
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে ডিমাই সাইজের কাগজ এর কভার সহ ১২ পৃষ্ঠার উত্তরপত্র প্রস্তুত করা হবে।
- উত্তরপত্রের কভার পৃষ্ঠার কোনাকোনিভাবে সরলরেখা টেনে কেটে দেয়া থাকবে। শিক্ষার্থীরা লিখতে পারবেনা অর্থাৎ এই পৃষ্ঠায় লেখা নিষেদ।
- উপজেলা শিক্ষা অফিসার অধিদপ্তর থেকে প্রেরিত নমুনা অনুসারে প্রবেশ পত্র প্রস্তুত করবেন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ২০২২
- প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র সরবরাহ করা হবে।
- প্রবেশপত্র পরীক্ষার্থীর পাসপোর্ট আকারের ছবি, নাম, কেন্দ্র ও পরীক্ষার্থীর রোল নাম্বার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ, সময়, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর থাকতে হবে।
- ছবির উপর পরীক্ষাসংক্রান্ত গোল সিল ব্যবহার করা হবে।
পরীক্ষার্থীদের জন্য পালনীয় নিয়মাবলী
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ পরীক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করতে হবে-
- পরীক্ষার্থীদের প্রবেশপত্র নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
- পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোন অনুনোমোদিত কাগজপত্র বা ক্যালকুলেটর বা মোবাইলফোন সঙ্গে আনা যাবে না।
- উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্ধারিত স্থানের নাম কেন্দ্র রোল নম্বর ছাড়া অন্য কিছু লেখা যাবে না।
- উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটর এর স্বাক্ষর থাকতে হবে।
- উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম ঠিকানা রোল নম্বর বা কোন সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় আপত্তিকর কোনো কিছু লেখা যাবে না।
- খসরার জন্য অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। উত্তরপত্রে খসরার কাজ করতে হবে এবং তা যথাযথভাবে কেটে দিতে হবে।
- প্রদত্ত উত্তরপত্র ছাড়া টেবিল, রুলার, নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কিছু লিখতে পারবেনা।
- প্রশ্ন পত্র বিতরনের পর এক ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না।
- পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিজিলেটরের নিকট জমা দিয়ে পরীক্ষার হল ত্যাগ করতে হবে।
- এছাড়া কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত নিয়মাবলী অনুসরণ করতে হবে।
পরীক্ষা চলাকালীন আচরণ
- পরীক্ষার হলে একে অন্যের সঙ্গে কথা বলা যাবে না।
- প্রশ্নপত্র প্রবেশপত্র ব্যতীত অন্য কোন অনুমোদিত কাগজ পত্র বা বস্তু সঙ্গে রাখা যাবে না।
- পরীক্ষার হলে প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সাথে বিনিময় করা যাবেনা।
- প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা অন্যের উত্তরপত্র দেখে লেখা যাবে না বা অন্যকে দেখানোর কাজে সহযোগিতা করা যাবেনা।
- উত্তরপত্র ইনভিজিলেটরের নিকট দাখিল না করে উত্তরপত্র সহ পরীক্ষা হল ত্যাগ করা যাবে না।
- কেন্দ্র করে উত্তর পত্রে পরিবর্তন বা নষ্ট করা যাবে না।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল 2022
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে নির্ধারিত তারিখে প্রকাশ করা হবে।
- ফলাফল প্রকাশের মহাপরিচালক কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হবে।
- প্রাথমিক বৃত্তির ফলাফল প্রস্তুত এ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সংশোধিত নীতিমালা 2016 অনুসরণ করা হবে।
- ফলাফল প্রকাশের পর কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হলে মহাপরিচালক তা সংশোধন পরিমার্জন ও বাতিল করতে পারবেন।
- বৃত্তিপ্রাপ্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে উপজেলা শিক্ষা অফিসার তদন্ত করে প্রতিবেদন জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আপনার ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম-
- ওয়েবসাইটে প্রবেশ করুন।
- পরীক্ষার নাম, পরীক্ষার সন, বিভাগ, জেলা, উপজেলা ও রোল নম্বর প্রবেশ করান।
- এখন সমর্পণ বাটনে ক্লিক করুন।
এভাবেই আপনি প্রাথমিক বৃত্তি রেজাল্ট ২০২২ দেখতে পারবেন।