৪র্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করার নিয়ম 2023
৪র্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ বুধবার (২৬ এপ্রিল) এনটিআরসিএর পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।
পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের সময়সীমা
আগামী ৩১ মে ২০২৩ তারিখ পর্যন্ত ভি রোল ফরম পূরণ করে অনলাইনে জমা প্রদান করতে পারবেন।
অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম বা ভি রোল ফরম পুরনের নিয়ম
বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA ) অনলাইন পুলিশ ভেরিফিকেশন ( ভি- রোল ) ফরম পূরণ নির্দেশিকা নিম্নরূপঃ
- ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ এ প্রাথমিকভাবে নির্বাচিত প্রত্যেক প্রার্থীকে আবশ্যিকভাবে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম ( ভি -রোল ) পূরণ করে অনলাইনে সাবমিট করতে হবে ।
- আগামী ৩১.০৫.২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে অনলাইনে ভি -রোল ফরম সাবমিট না করলে ঐ প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না ।
অনলাইন পুলিশ ভেরিফিকেশন লিংক
প্রার্থীকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের https://scs.ssd.gov.bd/job-security-login লিংকে সরাসরি অথবা NTRCA- এর ওয়েবসাইটের ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ নামক সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগইন মেন্যুতে ক্লিক করে Online Security Clearance System- এর User Access বক্সে প্রবেশ করতে হবে ।
READ MORE: NACTAR ICT Training 2023 | নেকটার আইসিটি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2023
Online Police Verification USER ID এবং Password
- ভি -রোল ফরম পূরণের জন্য প্রার্থীকে স্বরাষ্ট্রম ন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক সৃজিত USER ID এবং Password ব্যবহার করতে হবে ।
- টেলিটক বিডি লিঃ কর্তৃক প্রত্যেক নির্বাচিত প্রার্থীর মোবাইলে SMS- এর মাধ্যমে V – Roll সংক্রান্ত User ID এবং Password প্রেরণ করা হবে।
- সংশ্লিষ্ট প্রার্থী উক্ত User ID এবং Password ব্যবহার করে User Access বক্সে Sign In- এ ক্লিক করে লগইন করতে হবে ।
পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের নিয়ম
- User Access বক্সে লগইন করার পর একটি webpage আসবে
- উক্ত webpage- এর বাম পাশের কর্ণারে Dashboard- এর নিচে Job Security Clearance- এ ক্লিক করার পর তার নিচে Job Security Clearance- এ পুনরায় ক্লিক করুন ।
- Job Security Clearance- এ ক্লিক করার পর যে webpage আসবে তার ডানপাশের কর্ণারে + New Application এ ক্লিক করলে “নিরাপত্তা ছাড়পত্রের জন্য আবেদন ” নামে একটি ফরম আসবে।
- উক্ত ফরমটির সকল ঘর (Field ) যথাযথভাবে পূরণ করতে হবে ।
- ফরমটি ০৫ ( পাঁচ) ধাপে পূরণ করতে হবে ।
- ১ম ধাপে প্রাথমিক তথ্য,
- ২য় ধাপে ঠিকানার তথ্য,
- ৩য় ধাপে শিক্ষাগত যোগ্যতা ,
- ৪র্থ ধাপে অভিজ্ঞতা / অন্যান্য এবং
- ৫ম ধাপে ঘোষনা রয়েছে
- প্রত্যেক ধাপ পূরণ করার পর ফরমের নিচে বাম কর্ণারে ‘ সংরক্ষণ’ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
সকল ধাপ যথাযথভাবে পূরণ করার পর ফর্মটি রিভিউ দেখবেন। আপনার যদি মনে হয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করেছেন তাহলে এনটিআরসিএ অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম টি জমা প্রদান করবেন।
বিশেষভাবে উল্লেখ্য যে, নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত পদ্ধতিতে অনলাইনে কোন প্রার্থী ভি রোল ফরম দাখিল না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।