IPEMIS এর অনলাইন ফর্ম নিজের মোবাইল থেকে করতে পারবেন। এছাড়া আপনি কম্পিউটার এ শিক্ষক প্রোফাইল ফরম পূরণ করতে পারবেন।
অনলাইন এ pemis profile update করার জন্য আপনার কিছু কাগজ পত্র প্রয়োজন হবে। ফরম পূরণ শুরু করার আগে নিম্ন লিখিত কাগজ পত্র সংগ্রহ করে রাখতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১) নিজের ছবি ও স্বাক্ষর (Camscanner দিয়ে স্ক্যান করতে পারেন)
২) নিজের, মা-বাবা, স্বামী/স্ত্রী NID কপি
৩) নিয়োগ পত্র ও অফিস আদেশ এর কপি
৪) সকল সনদ( Ssc, Hsc, Hon’s, Master’s)
৫) রক্তের গ্রুপ
৬) পিতা মাতার পেশা
৮) আপনি কোনো প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে তার তথ্য।
৯) স্বামী / স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলে তার শিক্ষক পিন নম্বর।
উল্লেখিত কাগজ পত্র থাকলে আপনি আপনার মোবাইল থেকেই শিক্ষক প্রোফাইল বা pemis প্রোফাইল তৈরি করতে পারবেন।
অনলাইন শিক্ষক প্রোফাইল তৈরির লিংক- login.ipemis.dpe.gov.bd
এই লিংক এ প্রবেশ করে আপনি শিক্ষক প্রোফাইল ফরম পূরণ করতে পারবেন।
Read More-
PEMIS সফটওয়্যার এ তথ্য এন্ট্রির নিয়মাবলী ও নির্দেশনা ২০২৩