প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের যুক্তরাষ্ট্রের বৃত্তি আবেদনের নিয়ম 2023

বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৃত্তি প্রদান করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্র এই ফুল ব্রাইট বৃত্তি ঘোষণা প্রদান করেছে। শিক্ষকদের অনলাইনে আবেদন করে এই বৃত্তিতে অংশগ্রহণ করতে হবে। 

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ফুলব্রাইট ডিএআই) শিরোনামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে দেশটি।

এই বৃত্তি ফুলব্রাইট ডিএআই ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জের একটি নিয়মিত প্রোগ্রাম। বাংলাদেশী শিক্ষকদের জন্য ছয় সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ টি অনুষ্ঠিত হবে। এটি একটি পেশাগত উন্নয়ন প্রোগ্রাম। বৃত্তিপ্রাপ্ত শিক্ষকরা যুক্তরাষ্ট্রের পেশা বিকাশের জন্য বিভিন্ন একাডেমিক সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন।  সেই সাথে স্থানীয় বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে তাদের দক্ষতা ও পর্যবেক্ষণ শেয়ার করতে পারবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষকরা।

বৃত্তি আবেদনের শেষ তারিখঃ

আগ্রহী শিক্ষকগণ আগামী ১১ ই মে ২০২৩ খ্রিস্টাব্দ  রাত ৯ঃ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

  1. আবেদনকারী কে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  2. প্রাথমিক অথবা মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের গণিত, ইংরেজি, বিজ্ঞান, সিভিক এডুকেশন বা সামাজিক অধ্যয়নের শিক্ষক হতে হবে।
  3. শিক্ষক হিসেবে পাঠদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  4. আগ্রহী শিক্ষকের অবশ্যই ইংরেজিতে কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে।
  5. প্রার্থীকে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল এর মত প্ল্যাটফর্ম গুলোর সঙ্গে পরিচিত হতে হবে।
  6. প্রোগ্রাম নির্দেশিকা অনুযায়ী একটি সম্পূর্ণ আবেদন জমা দিন।

বৃত্তি আবেদন করার নিয়মঃ 

অনলাইন আবেদন জমা দেওয়ার জন্য, অনুগ্রহ করে এই লিংকে  প্রবেশ করুন:  https://fulbright.irex.org

আবেদন এর বিস্তারিত নির্দেশাবলীর জন্য অনুগ্রহ করে এখানে চেক করুন , ইনস্টিটিউশনাল সাপোর্ট অ্যান্ড রেফারেন্স ফর্ম (ISRF) , এবং ছুটির অনুমোদন ফর্ম (LAF)

অতিরিক্ত তথ্যের জন্য অনুগ্রহ করেঃ https://exchanges.state.gov/non-us/program/fulbright-programs-international-primary-and-secondary-teachers দেখুন। 

আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে সৈয়দা কাশফি চৌধুরীর সাথে chowdhuryKS@state.gov-এ যোগাযোগ করুন। 

শিক্ষা , সংবাদ , বৃত্তি  , মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়ন ফুলব্রাইট , ফুলব্রাইট DAI

About admin

Check Also

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩

প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2023 উদযাপন

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *