সরকারি চাকরির ইনক্রিমেন্ট / ইনক্রিমেন্ট চেক জুলাই ২০২৩ এ আপনার বেতন কত তা কীভাবে বের করবেন? আজ বিস্তারিত জানবো কিভাবে নিজেই অনলাইনে ২০২৩ এর বার্ষিক ইনক্রিমেন্ট কপি ডাউনলোড করতে পারবেন।
ইনক্রিমেন্ট কী?
সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির আগে এটি প্রতি বছর প্রথম তালিকা ভুক্তির ভিত্তিতে দেওয়া হত। বর্তমানে প্রতি বছর ১লা জুলাই ইনক্রিমেন্ট হয়। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে একই তারিখে অর্থাৎ ১লা জুলাই তাদের মূল বেতনের 5% ইনক্রিমেন্ট দেওয়া হয়।
১লা জুলাই ২০২৩ ইনক্রিমেন্ট যোগ হবে বা হয়েছে কিনা তা কিভাবে যাচাই করবেন তা নিয়ে বিস্তারিত দেখুনঃ
আপনার মূল বেতন কত তা দেখতে প্রথমে আপনাকে বেতন নির্ধারণী (পে ফিক্সেশন) ওয়েবসাইটে লগইন করতে হবে । আপনার বর্তমান বেসিক এবং গ্রেড না জেনে আপনার বেতন কত বেড়েছে তা আপনি বের করতে পারবেন না।
ইনক্রিমেন্ট চেক করার পদ্ধতি
বার্ষিক ইনক্রিমেন্ট যোগ করবেন কিভাবে?
০১/০৭/২০২৩ তারিখের বার্ষিক ইনক্রিমেন্ট সংক্রান্ত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ০১/০৭/২০২৩ তারিখে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়। আপনার ইনক্রিমেন্ট যোগ হয়েছে কিনা দেখতে প্রবেশ করতে হবে এই সাইটে:
ব্রাউজারে payfixation.gov.bd লিখে go তে ক্লিক করলে নিচের সাইটে কনভার্ট হয়ে যাবে https://ibas.finance.gov.bd/ibas2/Fixation সাইটে প্রবেশ করে নিচে প্রদত্ত ছবির ধাপগুলো অনুসরণ করতে হবে:
সরকারি চাকরির বার্ষিক ইনক্রিমেন্ট ও পে ফিক্সেশন
ছবি-১: নীচের দিকে “পরবর্তী ধাপ” এ ক্লিক
ছবি-২: “আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি” বামের বক্সে টিক ও “পরবর্তী” তে ক্লিক করুন।
ছবি-৩: এখন ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করুন ।
ছবি-৪: স্ক্রিনে যে কমান্ড আসবে সেখানে “হ্যাঁ” তে ক্লিক করুন।
আরও পড়ুনঃ জিপিএফ ফান্ড এর টাকা দেখুন ঘরে বসে | How check GPF Fund Balance
ছবি-৫: বেসামরিক অপশনে ক্লিক করুন।
ছবি-৬: ১৭ ডিজিটের NID বা Smart ID যেটি বেতন নির্ধারণের সময় ব্যবহৃত হয়েছে, মাঝখানে হাইফেনসহ Verification No. দিন।
Verification No. ভুলে গেলে ছবি-৬ এর নীচে Forgot verification এ ক্লিক করুন।
এরপর ছবি-৭ এ এর মত NID আর ক্যাপচা দিয়ে Send Verification কোডে ক্লিক করলে পে ফিক্সেশনের সময় প্রদত্ত মোবাইল নম্বরে Verification No. চলে যাবে।
এখন কোড ও ক্যাপচা বসিয়ে login এ ক্লিক করলে ফিক্সেশানের সময় প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ৪ ডিজিটের Verification Code আসবে ।
ছবি-৮: Verification Code ইনপুট দিয়ে Validate অপশনে ক্লিক করুন।
ছবি-৯: পেজের উপরের দিকে ইনক্রিমেন্ট তারিখ লেখার ডানপাশে ড্রপ-ডাউন বাটনে ক্লিক করলে আগের সব ইনক্রিমেন্ট তারিখসহ ০১/০৭/২০২২ তারিখ দেখা যাবে। আপনাকে ০১/০৭/২০২২ তারিখে ক্লিক করতে হবে।
ছবি-১০: ইনক্রিমেন্ট ০১/০৭/২০২২ লেখা অংশের নীচে Go তে ক্লিক করলে চলে আসবে পে ফিক্সেশন পেজ।
এরপর বামপাশে প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করে প্রিন্ট নিলেই হয়ে গেল।
এভাবেই আপনি নিজেই নিজের বার্ষিক ইনক্রিমেন্ট এর পে ফিক্সেশন কপি প্রিন্ট করতে পারবেন।
গ্রেড অনুসারে মূল বেতন
আপনি যদি আপনার মূল বেতন জানেন তবে আপনি নীচের ইনক্রিমেন্ট শীট থেকে গ্রেড অনুসারে আপনার মূল বেতনের কলামটি বের করতে পারেন এবং আপনার বর্তমান মূল বেতনের পরবর্তী ধাপ হল এই বছরের জুলাই মাসে আপনার মূল বেতন। আপনি যদি সরকারি বাড়িতে না থাকেন তাহলে আপনার বাড়ি ভাড়াও মূল বেতন অনুযায়ী বাড়বে। বার্ষিক ইনক্রিমেন্ট আপনার মূল বেতন বৃদ্ধি করবে এবং বাড়ি ভাড়ার অধিকারী হলে বাড়ি ভাড়া বাড়বে। আপনি যদি সরকারী বাড়িতে থাকেন তবে আপনার মূল বেতন প্রতি বছরই বাড়বে। ইনক্রিমেন্ট ধাপ দেখতে এখানে ক্লিক করুন.
কিভাবে ইনক্রিমেন্ট হয়? এই চার্ট অনুসারে আপনি অনলাইনে বা অফিস শাখায় মূল বেতন দেখে ইনক্রিমেন্ট চেক করতে পারেন।
অনলাইনে ইনক্রিমেন্ট তোলার নিয়ম/ আপনি আপনার মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইন ইনক্রিমেন্ট চেক বা বেসিক দেখতে পারেন।
ইনক্রিমেন্ট বের করার নিয়ম
কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টস বক্সে প্রশ্ন করুন। সেইসাথে নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ভালো লাগ্লে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সু্যোগ করে দিন।