জিপিএফ ফান্ড এর টাকা দেখুন ঘরে বসে | How check GPF Fund Balance
আজ আমাদের পোস্টে উল্লেখ করেছি কিভাবে আপনি আপনার মোবাইল থেকে ঘরে বসে আপনার জিপিএফ ফান্ড এর হিসাব নিজেই বের করতে পারেন।
আপনার জিপিএ ফান্ডের হিসাব দেখতে নিচের নিয়মগুলো অনুসরণ করুন-
- প্রথমে এই লিংকে প্রবেশ করুন www cafopfm gov bd
- যদি আপনি নিজের জিপিএফ হিসাব চেক করতে চান তবে আর্থিক বছর ২০২২-২৩ সিলেক্ট করতে হবে।
জিপিএফ ফান্ড চেক ২০২৩
প্রথম ধাপঃ আপনার কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট থাকতে হবে।
আপনার ক্রোম ব্রাউজার টিতে https://www.cafopfm.gov.bd এড্রেসটি লিখুন। অথবা
সরাসরি https://www.cafopfm.gov.bd/gpf-info-html.php এই এড্রেস এ যান।
দ্বিতীয় ধাপঃ
তিনটি অপশন পাবেন সেখান থেকে GPF Information এর মেন্যূতে Click here এ ক্লিক করুন।
তৃতীয় ধাপঃ
এখন একটি ডায়ালগ বক্স আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন।
GPF Login / জিপিএফ লগিন করতে যে সকল তথ্য দরকার হবেঃ
১। আপনার এনআইডি নম্বর দিন (অবশ্যই আইবাস++ বা ফিক্সেশন বা ইএফটি করার সময় যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়েছেন) সেটি সরবরাহ করবেন।
২। আপনার মোবাইল নম্বর (যেটি আপনি ইএফটি’র সময় দিয়েছেন) টি সরবরাহ করুন।
৩। অর্থ বছর সিলেক্ট করুন (যে অর্থ বছরের হিসাব আপনি দেখতে চাচ্ছেন)। সর্বশেষ অর্থ বছর সিলেক্ট করাই থাকে।
৪। Then Just Submit বাটনে ক্লিক করুন।
চতুর্থ ধাপঃ
সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি ওটিপি বা Passcode যাবে আপনি সেটি সরবরাহ করুন। ওটিপিটি চার ডিজিটের হবে। যেমন, ৭২৫৩ এ রকম।
এখন, ওটিপিটি সবরবরাহ করে Submit button এ ক্লিক করুন।
সাবমিট করার সাথে সাথেই আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ একাউন্ট নম্বর দেখাবে এবং সাথে ইএফটি হওয়ার পর থেকে কত কর্তন করেছেন এবং কত উত্তোলন করেছেন মুনাফা কত পেয়েছে ইত্যাদি তথ্য দেখতে পারবেন।
এভাবেই আপনি ঘরে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে নিজের জিপিএফ ফান্ড চেক করতে পারবেন।