প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৩ পর্ব- 2

তুমুল প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় পাস করতে হলে এখন থেকেই জোরেশোরে প্রস্তুতি নিতে হবে। সঠিকভাবে প্রস্তুতি নিলে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সহজেই উত্তীর্ণ হওয়া যাবে। 

সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষায় ৮০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্বর। লিখিত পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, গণিত, ইংরেজি বিষয়ে ২০টি করে মোট ৬০টি ও সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার ৩টি বিষয় মিলে ২০টি অর্থাৎ, মোট ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। মৌখিক পরীক্ষায় পাস করলে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৩

  • বিষয়: বাংলা
  •  সমার্থক শব্দ
  • এই টপিক থেকে কমপক্ষে একটি প্রশ্ন পাবেন।

* বলাহক – মেঘ

*খদ্যোত – জোনাকি

* মার্জার – বেড়াল

* অর্বাচীন – নির্বোধ

* সারমেয় – কুকুর

* জাহাকুল – গোলামের হাসি।

*কাদম্বিনী – মেঘমালা

* অলীক – মিথ্যা

* শিষ্টাচার – সদাচার

* অভিরাম – সুন্দর

* আভরণ  – অলংকার

* কেতন – পতাকা

* নীপ – কদম

* গুবাক- সুপারীগাছ

* ইত্তেফাক – সম্প্রীতি

* যবন – মুসলিম

* অভিলাষ – ইচ্ছা

* তাম্বুল – পান

* বিরাগী – উদাসীন

* কর্বুর -রাক্ষস

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৩ পর্ব ১

*পঞ্চম ঘর – কোকিলের সুরলহরী

* আশীবিষ -ভুজঙ্গ

* অম্বর – আকাশ

* তণ্ডুল  – চাল

* বাতুল – উন্মাদ

* প্রসূন – পুস্প

* পিলখানা – হাতির বাসস্থান

*পয়স্বিনী – নদী

* মকর-পুত্র

* সিতকর – চাঁদ

* উদক – জল

* বিধু – চাঁদ

* সংসর্প – আঁকাবাঁকা

* শিখণ্ডী – ময়ূর

* সতত- সবসময়

* চারকোল – কাঠকয়লা

* মেদনী – পৃথিবী

* মরুত – বাতাস

* মহীলতা – কেচো

* খগ – পাখি

* নগ- পর্বত

* বিবর – গর্ত

* দফতরি – বাঁধাইকর

* ভূয়িষ্ঠ – প্রচুর

* মাধবী – বাসন্তী ফুল

* কোকনদ – পদ্ম

* অপাঙ্গ – দৃষ্টিকোণ

*  বেসাতী – কেনাবেচা

* উৎকুণ – উকুন

* উদীচী – উত্তর দিক

* রাসভ – গাধা

* কোন্দা – তালগাছের নৌকা

* শরণ – আশ্রয়

**** এছাড়াও আপনার কাছে যে বই টি রয়েছে সেখান থেকে সমার্থক শব্দ অধ্যায়টি ভাল করে পড়ুন। 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ জ্ঞান

** সময় নষ্ট না করে প্রচুর পড়াশোনা করুন।

কনফিউজিং কিছু সাধারণ জ্ঞানঃ

সাত পাহাড়ের দেশ – রোম  কিন্তু হাজার পাহাড়ের দেশ – রুয়ান্ডা। 

১২ আউলিয়ার দেশ – চট্টগ্রাম  কিন্তু ৩৬০ আউলিয়ার দেশ – সিলেট।

পৃথিবীর রাজধানী বলা হয় – নিউইয়র্ক কিন্তু পৃথিবীর কেন্দ্র বলা হয় – মক্কা।

নিষিদ্ধ দেশ বলা হয় – তিব্বত  কিন্তু নিষিদ্ধ শহর বলা হয় – লাসা।

বাংলাদেশের ১ নং সংসদ আসন – পঞ্চগড় কিন্তু বাংলাদেশের ৩০০ নং সংসদ আসন – বান্দরবান । 

বজ্রপাতের দেশ – ভুটান কিন্তু বজ্রপাতে সব থেকে বেশী নিহত হয় বাংলাদেশে।

হিরন পয়েন্ট- সুন্দরবন কিন্তু এলিফ্যান্ট পয়েন্ট – কক্সবাজার

উত্তপ্ত গ্রহ – শুক্র  কিন্তু শীতল গ্রহ – নেপচুন।

ইউরেনাস কে বলা হয় – সবুজ গ্রহ  কিন্তু মঙ্গল কে বলা হয় – লাল গ্রহ  আবার পৃথিবী কে বলা হয় – নীল গ্রহ।

টাইগার পয়েন্ট – সুন্দরবন কিন্তু  টাইগার হিল – দার্জিলিং (তবে কাশ্মীরেও এই একই নামের স্থান রয়েছে)। 

ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় কিন্তু  ইন্দোনেশিয়াকে হাজার দ্বীপের দেশ বলে আবার  বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ – ইন্দোনেশিয়া ।

‘মুক্তার দ্বীপ’ হিসেবে খ্যাত শ্রীলংকা । ‘টাইগার অব বাইসাইকেল’ বলা হয় -ভিয়েতনামকে। 

সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে কিন্তু  নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ে কে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব ৩ পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

About admin

Check Also

৪৫ তম বিসিএস প্রস্তুতিঃ নির্বাচিত বইয়ের তালিকা। 45 BCS Preparation Book List 2022

৪৫ তম বিসিএস প্রস্তুতিঃ নির্বাচিত বইয়ের তালিকা। 45 BCS Preparation Book List 2022

বিসিএস ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, কাস্টমস ক্যাডার এবং পুলিশ ক্যাডারের মতো পূর্ববর্তী শীর্ষ বিসিএস ক্যাডার এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *