প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের PEMIS এ নতুন যোগদানকৃত শিক্ষকগণের ব্যক্তিগত তথ্য আপডেট হালনাগাদ করণ প্রসংগে।
সুত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি এর ৩৮.০১.০০০০.৯০০.৪৩.৪২১.২৩/২২২ নং স্মারক এবং ২৭/০৪/২০২৩ তারিখের পত্র
আপডেট না হওয়া নতুন যোগদানকৃত ৯৭১৪ জন শিক্ষকের তালিকা
উপর্যুক্ত বিষয় ও সুত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন-২০২৩ন সনের জানুয়ারি মাসে নিয়োগকৃত সহকারি শিক্ষকগণের ব্যক্তিগত তথ্য যথাঃ এনআইডি, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, অধ্যায়নরত সন্তানের সংখ্যা, বৈবাহিক অবস্থা, চাকুরীর যাবতীয় তথ্যাবলী আইবাস++ এ মাসিক বেতন প্রাপ্তির নিমিত্ত
প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ারে ৪৮ ঘন্টার মধ্যে এন্ট্রি/হালনাগাদ করা জন্য ২৭/০৪/২০২৩ তারিখ পত্র প্রদান করা হয় কিন্তু PEMIS সিস্টেমে দেখা যায় অদ্যাবধি ৯৭১৪ জন নতুন যোগদানকৃত শিক্ষক এখনো তথ্য এন্ট্রি করে নাই।
READ MORE: ipemis dpe gov bd অনলাইন এ শিক্ষক প্রোফাইল আপডেট ২০২৩
এমতাবস্থায়, আগামী ২৪ ঘন্টার মধ্যে IPEMIS DPE GOV BD সিস্টেমে শিক্ষকগণের এনআইডি, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, অধ্যায়নরত সন্তানের সংখ্যা, বৈবাহিক অবস্থা, চাকুরীর যাবতীয় তথ্যাবলী এন্ট্রি/হালনাগাদ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।