nctb muktopaath gov bd ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩

nctb muktopaath gov bd ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩

জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ‘বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ‘ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন ও শিক্ষক ওরিয়েন্টেশন সংক্রান্ত । 

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী পরীক্ষামূলক সংস্করণ হিসেবে প্রণীত শিখন শেখানো সামগ্রী ২০২৩ শিক্ষাবর্ষ হতে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে প্রবর্তন করা হয়েছে । শিখনকালীন মূল্যায়ন কৌশল বিদ্যালয় পর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্তে শিক্ষকদের জন্য ‘বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ‘ প্রণয়ন করা হয়েছে । ‘বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি বিষয়ের শিখনকালীন মূল্যায়ন পরিচালনার জন্য একটি ওরিয়েন্টেশন কোর্সের ব্যবস্থা করা হয়েছে । ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সকল শিক্ষকের জন্য ওরিয়েন্টেশন কোর্সটি আগামী ০৪ মে থেকে ১০ মে ২০২৩ https://nctb.muktopaath.gov.bd/ লিংকে উন্মুক্ত থাকবে ।

মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সকল শিক্ষকের আগামী ০৪ মে থেকে ১০ মে ২০২৩ এর মধ্যে ওরিয়েন্টেশন কোর্সটি অনলাইনে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এতদসঙ্গে সংযুক্ত প্রতিটি বিষয়ের ‘ বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা (যা https://drive.google.com/file/d/1cR17ahkfk4uJongTT-uswbFIMisyvDhw/view?usp=share_link লিংকে পাওয়া যাবে ) অনুযায়ী শিখনকালীন মূল্যায়ন পরিচালনার জন্য প্রতিষ্ঠানপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

এখানে উল্লেখ্য যে , জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রতিটি বিষয়ের অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নের রুটিনসহ সুনির্দিষ্ট গাইডলাইন এনসিটিবি হতে প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে প্রেরণ করা হবে । 

অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের নির্দেশিকা

কোর্সের নাম

জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন নির্দেশনা বিষয়ক অনলাইন ওরিয়েন্টেশন প্লাটফর্ম- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এর ই-লার্নিং প্ল্যাটফর্ম nctb muktopaath gov bd ভিজিট করে কোর্সটি দেখা যাবে ।

কোর্সে অংশগ্রহণের লিংক

https://nctb.muktopaath.gov.bd/course-details/1135 এই লিংকে ভিজিট করে সরাসরি কোর্সে প্রবেশ করতে পারবেন ।

কিভাবে nctb muktopaath gov bd প্ল্যাটফর্মে লগইন করবেন

  • শুরুতে https://nctb.muktopaath.gov.bd তে ভিজিট করুন
  • প্ল্যাটফর্মে পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন থাকলে সরাসরি লগইন বাটনে ক্লিক করে আপনার ইউজার আইডি (রেজিস্টেশন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বর/ মেইল আইডি ) ও পাসওয়ার্ড ব্যবহার করে কোর্সটি শুরু করুন। 
  • পাসওয়ার্ড ভুলে গেলে ‘পাসওয়ার্ড রিসেট করুন ‘ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় ব্যবহারকৃত মোবাইল নম্বর /মেইল আইডি যুক্ত করে সিস্টেমের নির্দেশনা অনুসরণ করে পাসওয়ার্ড রিসেট করে নিন এবং লগইন সম্পন্ন করুন।

কিভাবে nctb muktopaath রেজিস্ট্রেশন করবেন

  • মুক্তপাঠ প্ল্যাটফর্মে পূর্বে রেজিস্ট্রেশন না থাকলে , ‘রেজিস্ট্রেশন ‘ বাটনে ক্লিক করে কিছু প্রাথমিক তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন ।
  • মুক্তপাঠে রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেট করার সময় আপনার সার্টিফিকেটের নামটি সঠিকভাবে লিখতে হবে ।
  • আপনার আইডি থেকে একবার সার্টিফিকেট তৈরি হওয়ার পর সার্টিফিকেটের নাম পরিবর্তন করা যাবে না ।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় আপনার মোবাইল / ইমেইল যে কোন একটি ব্যবহার করা যাবে । মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে মোবাইলে একটি OTP আসবে আর ইমেইল ব্যবহার করলে ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে । OTP / ইমেইল ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে ।

কিভাবে কোর্স শুরু করবেন

  • https://nctb.muktopaath.gov.bd 
  • অথবা সরাসরি https://nctb.muktopaath.gov.bd/course-details/1135 এই লিংকে ভিজিট করে কোর্সে প্রবেশ করুন ।
  • কোর্সে প্রবেশ করে ‘কোর্সটি শুরু করুন ‘ বাটনে ক্লিক করুন ।

কিভাবে nctb muktopaath কোর্সটি সম্পন্ন করবেন

  • nctb muktopaath কোর্সে মোট ৫ টি মডিউল রয়েছে ।
  • পাঠগুলোতে রয়েছে নির্ধারিত বিষয়বস্তুর উপর পাঠ সহায়িকা (পিডিএফ ) ,ভিডিও কনটেন্ট স্ব-মূল্যায়ন (কুইজ ), ও মতামত ।
  • স্ব-মূল্যায়ন (কুইজ ) অংশে সকল প্রশ্নেরউত্তর দেয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন ।
  • প্রত্যেকটি পাঠ /লেসনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী nctb muktopaath অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন করলে ডান পাশে সবুজ টিকমার্ক দেখা যাবে । পাঠ সম্পন্ন না হলে বা টিকমার্ক দেখা না গেলে নির্দেশনা খেয়াল করুন ।

কিভাবে সার্টিফিকেট তৈরি ও ডাউনলোড করবেন

  • সকল পাঠ (১০০ % ) সম্পন্নকরলে আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন ।
  • সার্টিফিকেট তৈরি করার জন্য উপরের ম্যেনুথেকে আমার পাতা -তে ক্লিক করুন
  • বামপাশের সার্টিফিকেট ম্যনুতে ক্লিক করুন
  • আবেদন বাটনে ক্লিক করুন
  • আপনার সার্টিফিকেটটি তৈরি করুন বাটনে ক্লিক করুন
  • সার্টিফিকেট ডাউনলোড বাটনে ক্লিক করুন । ( আপনার ডিভাইসে সার্টিফিকেট ডাউনলোড সম্পন্ন হয়ে যাবে )

কোর্স করতে কোনো সমস্যার সম্মুখীন হলে কিভাবে সহযোগিতা নিবেন

কোর্স করতে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে , কোর্স পাতায় গুরুত্বপূর্ণলিংক-এর মধ্যে সরাসরি সহায়তার জন্য বা অভিযোগ জানাতে গুগোল কর্মটি ফিলাপ করে আপনিট করুন । ৭২ ঘন্টার মধ্যে আপনার সমস্যাটির সমাধানের ব্যবস্থা করা হবে ।

nctb muktopaath কোর্স সম্পন্ন করতে কোন কারিগরি সমস্যার সম্মুখীন হলে নিজ জেলার ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকদের সহায়তা নিতে পারবেন ( তালিকা কোর্স লিংকে সংযুক্ত) ।

মুক্তপাঠ টিমের সাথে যোগাযোগ (বিস্তারিত কোর্স পাতায় রয়েছে ):

ইমেইল :[email protected]

ফেসবুক পেইজ :www.facebook.com/muktopaath.gov.bd

অন্যান্য নির্দেশনা

এই কোর্সের সকল ভিডিও নির্দেশিকা কনটেন্ট , পাঠসহায়িকা , কুইজ ইত্যাদি এনসিটিবি এর মাধ্যমে নির্মিত ।বিনা অনুমতিতে কোর্সের কোন ভিডিও ,পাঠসহায়িকা ,কুইজের প্রশ্নোত্তরসামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক /ইউটিউব ) বা অন্য কোন মাধ্যমে শেয়ার করা নিষিদ্ধ।

কোনো ব্যবহারকারী এরূপ কর্মকান্ডে জড়িত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

nctb muktopaath

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *