ipemis dpe gov bd অনলাইন এ শিক্ষক প্রোফাইল আপডেট ২০২৩
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে ipemis dpe gov bd -এ লগইন নিজের প্রোফাইল আপডেট করতে হবে। IPEMIS এ শিক্ষক প্রোফাইল তথ্য আপডেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কারন সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগণ তাদের নিজস্ব PEMIS শিক্ষক প্রোফাইল নিজে নিজেই আপডেট করতে পারবেন।
ipemis dpe gov bd অনলাইন ফরম পূরণ ২০২৩
এটা কঠিন কোনো বিষয় নয়, একটু চেষ্টা করলেই আপনার মোবাইলে শিক্ষক প্রোফাইল আপডেট করা সম্ভব। এর জন্য শুধুমাত্র একটি স্মার্ট ফোন বা পিসি এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
IPEMIS DPE LOGIN 2023
- আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন।
- ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন Login ipemis dpe gov bd এবং গুগল এ সার্চ করুন অথবা আমাদের দেওয়া লিংকে ক্লিক করুন।
- এখন PEMIS DPE Sing In এ ক্লিক করলে সাইন ইন হবে।
- ই প্রাইমারি সফটওয়্যার এর ব্যবহৃত মোবাইল নম্বরটি pemis ইউজার নেম হিসাবে এবং পাসওয়ার্ড হিসেবে ছয়টি শুন্য ব্যবহার করুন।
- পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করুন। এবারে আপনাকে কিছু সিকিউরিটি প্রশ্ন সেটাপ করতে হবে আপনি যেকোন তিনটি প্রশ্ন এবং উত্তর সিকিউরিটি হিসেবে যোগ করুন।
- সিকিউরিটি প্রশ্ন যোগ করা শেষ হলে আপনি পুনরায় আপনার শিক্ষক প্রোফাইল আপডেট করার জন্য লগইন করুন।
- লগইন করার পর বাম পাশের মেনু থেকে শিক্ষক প্রোফাইল আপডেট মেনুতে প্রবেশ করুন এবং আপনার সকল তথ্য প্রবেশ করিয়ে সংরক্ষণ করুন।
আপনার ফটো এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। স্ক্যান করার জন্য কোন কম্পিউটারের দোকানে না গিয়ে প্লে স্টোর থেকে স্ক্যানার অ্যাপটি ডাউনলোড করে নিন এবং সেটি দিয়ে আপনার স্বাক্ষর এবং ছবি স্কান করে আপলোড করতে পারবেন।
IPEMIS এ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রোফাইল আপডেট ২০২৩
IPEMIS সফটওয়্যারে প্রাথমিক শিক্ষকদের শিক্ষক প্রোফাইল আপডেটের জন্য যে সকল তথ্য পূরণ করতে হবে তা দেখে নিন একনজরেঃ
শিক্ষকের মৌলিক তথ্য
সফটওয়্যার লগইন করার পর প্রথম ধাপেই শিক্ষক তথ্য আপডেটের জন্য আপনাকে মৌলিক তথ্যসমূহ প্রদান করতে হবে। মৌলিক তথ্যের মধ্যে রয়েছে আপনার নাম বাংলা এবং ইংরেজিতে, জেন্ডার, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল, বিদ্যালয় এর নাম, পদবি, প্রথম যোগদানের তারিখ, চাকরির অবস্থা, নিয়োগের ধরন, নিয়োগের কোটা, নিয়োগের স্মারক বা অর্ডার নম্বর, আপনার স্বাক্ষর ইত্যাদি তথ্য।
READ MORE: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের IPEMIS সিস্টেম ব্যবহারের নির্দেশিকা ও শিক্ষক ব্যবস্থাপনা
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক তথ্য বর্তমান সময়ের কর্মরত তথ্য হবে নাকি চাকুরীতে প্রথম যোগদানের সময়েরটা হবে ?
যেমন, পদবী সমস্যা সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক। প্রশ্ন হলো, পোস্টিং এর ইতিহাসের প্রথমে বর্তমান কর্মরত পোস্টিং কেন উল্লেখ করা হয়েছে ? যার ফলে আমার দৃষ্টিতে তাতে বুঝা যায়, মৌলিক তথ্যে প্রথম যোগদানের তথ্য দিতে বলা হয়েছে।
login ipemis dpe gov bd তে মৌলিক তথ্যে বিদ্যালয়ের নাম আসে রেজিঃ বেঃ সঃ প্রাঃ বিদ্যালয়। তাহলে এখানে তথ্য কি জাতীয়করণের আগের বেসরকারী থাকা অবস্থারটা আসবে নাকি জাতীয়করণের পরেরটা আসবে?
এমতাবস্থায় আমার দৃষ্টিতে বেসরকারী অবস্থায় এসএমসি সভাপতি কর্তৃক প্রথম নিয়োগ আদেশের তথ্য আসবে । এখন প্রশ্ন হলো, যারা প্রধান শিক্ষক, তাদের পদবী কোনটি হবে ?
যারা প্রথম থেকেই প্রধান শিক্ষক তাদের নিয়োগের ধরণ আমার দৃষ্টিতে সরাসরি অথবা অন্যান্য হবে । কারণ তখন তো জাতীয়করণ করা হয়নি।
মৌলিক তথ্যে নিয়োগের ধরণ সম্পর্কে কিছু প্রশ্ন :
আমার দৃষ্টিতে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শিক্ষক আত্তীকরণ বিধিমালা, ২০১৩ এর বিধি মোতাবেক ১৯৯১ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালাকে নির্ধারিত করা হয়েছে। সে অনুযায়ী নিয়োগের ধরণ সরাসরি অথবা অন্যান্য হওয়াই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। কারণ প্রথম নিয়োগটি আত্তীকরণ বা জাতীয়করণ করার পর করা হয়নি। বরং শিক্ষক আত্তীকরণ বিধিমালায় ৪ নং বিধিতে পূর্বের নিয়োগকেই কার্যকর করা হয়েছে। পূর্বের নিয়োগ না থাকলে আত্তীকরণ বা জাতীয়করণ এর কোনো প্রশ্নই আসে না। যেহেতু জাতীয়করণকৃত শিক্ষকদের জন্য নিয়োগ বিধি বলতে ১৯৯১ এর নিয়োগ গেজেট নির্ধারিত করা হয়েছে।
০১/০১/২০১৩ এর পূর্বে যেসব জাতীয়করণকৃত শিক্ষকদের নিয়োগ হয়েছে, তাদের নিয়োগ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হয়েছে। সেখানে নিয়োগের ধরণ জাতীয়করণ হবে কেন ?
- আমার মতে নিয়োগের ধরণ “অন্যান্য” অথবা ১৯৯১ নিয়োগ বিধি অনুযায়ী “সরাসরি” হবে।
- সদ্য জাতীয়করণকৃত শিক্ষকদের নিয়োগের কোটা “সাধারণ কোটা বা প্রযোজ্য নয়” হবে বলে আমি মনে করি।
- যাদের নিয়োগ ১৯৯১ নিয়োগ বিধি অনুযায়ী বয়স, শিক্ষাগত যোগ্যতা ঠিক ছিল তাদের সাধারণ কোটা হবে। যাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা যথাযথ ছিলনা, তাদের প্রযোজ্য নয় হবে।
মৌলিক তথ্যে নিয়োগের গেজেট / অর্ডারের তারিখ কোনটি হবে ?
- এখানে আমার দৃষ্টিতে উপরে বর্ণিত তথ্য অনুযায়ী বেসরকারী অবস্থায় এসএমসি সভাপতি কর্তৃক প্রথম নিয়োগ আদেশের তারিখটি হবে বলে মনে করি। কারণ জাতীয়করণকৃত শিক্ষকদের অবশ্যই শিক্ষক আত্তীকরণ বিধিমালার ৪ নং বিধি অনুসরণ করতে হবে । সেখানে স্পষ্টই উল্লেখ রয়েছে বেসরকারী থাকাকালীন অব্যাহতভাবে কর্মরত প্রথম নিয়োগের কথা। তাছাড়াও আত্তীকরণ/জাতীয়করণ করা হয়েছে পূর্বের অব্যাহতভাবে কর্মরত প্রথম নিয়োগের ভিত্তিতে। এখানে ইতিহাস যেহেতু জাতীয়করণের পূর্বের সুতরাং তথ্যও দিতে হবে জাতীয়করণের পূর্বের বেসরকারী থাকা অবস্থার নিয়োগের।
এটাই আমি মনে করি। বিশ্বাস না হলে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ২১ জানুয়ারি ২০১৪ তারিখের ৩৮.০০৭.০১৫.০০০.০৩.০০.২০১৩-৬৪৫ নং স্মারকের গেজেটের (ক) ও (খ) দফা দেখুন। সেখানে অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা,২০১৩ এর বিধি ৪ এর অধীন নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের নিয়োগপ্রাপ্তির তারিখ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম নিয়োগের তারিখ প্রযোজ্য হবে বলে উল্লেখ রয়েছে।
সুতরাং নিয়োগের ধরণ সরাসরি অথবা অন্যান্য হবে এবং এসএমসি সভাপতি কর্তৃক নিয়োগের আদেশের তারিখ লিখতে হবে।এছাড়াও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের চাকরি (নিয়োগ, পদোন্নতি, শৃংখলা ও কল্যাণ) নীতিমালা ২০০৯ অনুযায়ী ৩১/১২/২০১২ তারিখ পর্যন্ত নিয়োগকারী কর্তৃপক্ষ বলতে ‘এসএমসি’ কে উল্লেখ করা হয়েছে। দেখুন মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত ০২ মে ২০১০ তারিখের প্রাগম/বিদ্যা-১/৮এ-১/২০০৯-৬৭৫ নম্বর স্মারকের প্রজ্ঞাপন।
সুতরাং নিয়োগ/অর্ডার তারিখ বেসরকারি থাকাকালীন অবস্থায় এসএমসি সভাপতি কর্তৃক নিয়োগের আদেশ তারিখ হওয়াই যুক্তিযুক্ত। সুতরাং নিয়োগের ধরণ সরাসরি অথবা অন্যান্য হবে।
বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য
শিক্ষক তথ্য আপডেটের জন্য আপনাকে দ্বিতীয় ধাপে এসে বর্তমান এবং স্থায়ী ঠিকানা এই অংশ পূরণ করতে হবে। প্রতিটি শিক্ষক এই অংশের বর্তমান ঠিকানার জায়গায় তাদের নিজস্ব বর্তমান ঠিকানা ব্যবহার করবেন এবং স্থির ঠিকানা জায়গায় তার নিজ নিজ স্থায়ী ঠিকানা অর্থাৎ ভোটার আইডি অনুযায়ী স্থায়ী ঠিকানা ব্যবহার করবেন।
IPEMIS Profile এ পারিবারিক তথ্য আপডেট
এই অংশের শিক্ষকের পারিবারিক তথ্য আপলোড করতে হবে। PEMIS Profile Update এর এই অংশে শিক্ষকের পিতা-মাতার তথ্য পূরণ করতে হবে। পিতার ও মাতার নাম, এন আই ডি, জন্ম তারিখ, পেশা এবং পিতা মাতা জীবিত না মৃত এসব তথ্য পূরণ করতে হবে।
বৈবাহিক অবস্থার তথ্য
শিক্ষক তথ্য পূরণের জন্য এই অংশে শিক্ষকের বৈবাহিক অবস্থার তথ্য প্রদান করতে হবে। অর্থাৎ শিক্ষক বিবাহিত না অবিবাহিত সেই তথ্য প্রদান করতে হবে। আপনি যদি অবিবাহিত হন তাহলে এখানে কোন কিছুই পূরণ করতে হবে না শুধুমাত্র অবিবাহিত পছন্দ করলেই হয়ে যাবে। তবে যদি বিবাহিত হন তবে এই অংশে স্বামী/ স্ত্রীর বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
সন্তানের তথ্য
শিক্ষকের যদি সন্তান থেকে থাকে তাহলে এই অংশে এসে শিক্ষকের সন্তানের তথ্য সমূহ পূরণ করতে হবে। সন্তানের তথ্য আপডেটের জন্য আপনার যা যা প্রয়োজন হবেঃ
- সন্তানের নাম (বাংলায়)
- সন্তানের নাম (English)
- সন্তানের জন্মতারিখ
- সন্তান কি মৃত?
- সন্তানের আইডির ধরণ
- সন্তানের পেশা
- সন্তান কি প্রতিবন্ধী?
পাঠদানের তথ্য
IPEMIS সফটওয়ারে আপনাকে পাঠদানের তথ্য আপডেট করতে হবে। সফটওয়্যার লগইন করে প্রতিটি শিক্ষককে তার পাঠদানের তথ্য সমূহ আপডেট করে দিতে হবে। অর্থাৎ শিক্ষক কোন কোন বিষয়ে শ্রেণীকক্ষে পাঠদান করান সেইসব বিষয়ে ঠিক চিহ্ন দিয়ে সংরক্ষণ করুন এ ক্লিক করতে হবে।
শিক্ষাগত যোগ্যতার বিবরণ
শিক্ষকের শিক্ষাগত যোগ্যতার বিবরণ প্রদান করতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিবরণ প্রদান করার সময় ধাপে ধাপে অর্থাৎ প্রথমে এসএসসি পরীক্ষার তথ্য, পরবর্তী ধাপে এইচএসসি এবং এর পর অনার্স মাস্টার্স ইত্যাদি শিক্ষাগত যোগ্যতার তথ্য শিক্ষক প্রোফাইল আপডেটের জন্য প্রদান করতে হবে।
IPEMIS DPE GOV BD পোস্টিং এর ইতিহাস
তারিখের অধঃক্রম অনুসারে পোস্টিং এর ইতিহাস যোগ করুন। প্রথমে বর্তমান পোস্টিং যোগ করুন।
এরপর তার ঠিক পূর্ববর্তী পোস্টিং যোগ করুন। এভাবে যোগ করে অতীতের দিকে যেতে থাকুন।
অর্থাৎ আপনি বর্তমানে যে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন প্রথমে সেই বিদ্যালয়ের তথ্য পোস্টিং এর ইতিহাসের যোগ করুন। এক্ষেত্রে বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখ, যোগদানের ধরন, পদবী, পোস্টিং এর স্মারক ইত্যাদি সহ বিস্তারিত তথ্য প্রদান করুন।
পরবর্তীতে পূর্ববর্তী বিদ্যালয় সময়ের তথ্য ধারাবাহিকভাবে যোগ করুন।
প্রশিক্ষণের বিবরণ
এইসব এই অংশে শিক্ষক যে সকল প্রশিক্ষণ গ্রহণ করেছেন সেই সকল প্রশিক্ষণের তথ্য আপলোড করতে পারবেন। প্রাথমিক শিক্ষকদের প্রোফাইল আপডেট করার জন্য অবশ্যই আপনার প্রশিক্ষণের তথ্যসমূহ আপলোড করতে হবে। শিখন এর তথ্য আপলোড করা শেষ হলে আপনি নিচে দেখানো নীল বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।
এখানে আপনার পূরণকৃত সকল তথ্যগুলো পুনরায় চেক করার জন্য দেখানো হবে। আপনার যদি মনে হয় আপনার প্রদানকৃত সকল তথ্য সঠিক তাহলে সাবমিট করুন এই বাটনে ক্লিক করুন। কিন্তু কোন তথ্যে ভুল পরিলক্ষিত হলে অবশ্যই পূর্ববর্তী অপশনে ফিরে যান এবং পুনরায় তথ্য এডিট করে সাবমিট করুন।
ipemis dpe gov bd অনলাইন এ শিক্ষক প্রোফাইল আপডেট ২০২৩
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের login ipemis dpe gov bd সফটওয়্যারে প্রবেশ করে শিক্ষক প্রোফাইল আপডেট করার বিস্তারিত পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার আমাদের দেয়া পোস্টটি ভালোভাবে অনুসরণ করে আপনি আপনার শিক্ষক তথ্য প্রোফাইল আপডেট করতে পারবেন খুব সহজেই। কোন বিষয়ে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।