প্রাথমিকের IPEMIS এ অনুমোদিত শিক্ষক পদ সংশোধন করার পদ্ধতি

IPEMIS এ অনুমোদিত শিক্ষক পদ সংশোধন করবেন কিভাবে?  এটি নিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান।  আপনার বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষক এবং কর্মরত শিক্ষক পদের সংখ্যা অবশ্যই সঠিক হতে হবে। কর্মরত এবং অনুমোদিত পদে সঠিক তথ্য না দিলে আপনি  শুন্য পদের বিপরীতে নতুন শিক্ষক পাবেন না। তাই বিদ্যালয়ের অনুমোদিত শিক্ষক পদ সংখ্যা এবং কর্মরত শিক্ষক পদ সংখ্যা অনলাইনে সঠিকভাবে এন্ট্রি করতে হবে।  অনুমোদিত শিক্ষক এবং কর্মরত শিক্ষক পদ কিভাবে সংশোধন করা যায় সেটি নিয়েই আলোচনা করব আজ। 

অনুমোদিত শিক্ষক পদ সংশোধন

ipemis dpe gov bd এ বিদ্যালয়ের অনুমোদিত শিক্ষক সংখ্যা কম দেখালে আপডেট/সংশোধনের জন্য অনুসরণীয় ধাপসমূহ: 

  • এইউইও মহোদয়ের ইউজার আইডি থেকে pemis সফটওয়্যার এ  লগইন করুন।
  • বাম পাশের মেনু থেকে আপনার বিদ্যালয় ব্যবস্থাপনা মেনুতে প্রবেশ করুন। 
  •  এবারে আপনি বিদ্যালয় তালিকা অপশন এ যান।
  • নির্দিষ্ট বিদ্যালয়ের পাশে ম্যানেজ অপশন আছে সেটিতে প্রবেশ করুন।
  • বিদ্যালয় তথ্য আপডেট এই মেনুতে প্রবেশ করুন। 
  • একাডেমিক তথ্য তে যান।
  • স্ক্রল ডাউন করে নিচের দিকে অনুমোদিত শিক্ষক পদসংখ্যা পাবেন(অনুমতি প্রয়োজন)।
  • এবারে সংশোধন করে সেভ করুন।

এভাবে আপনি আপনার বিদ্যালয়ের IPEMIS এ অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা সংশোধন করতে পারবেন।

আরো পড়ুনঃ IPEMIS login dpe gov bd ফরম পূরণ করতে প্রয়োজনীয় কাগজ পত্র

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারী (এপিএসসি) ২০২৩ এ কর্মরত শিক্ষক পদসংখ্যা কম দেখালে শুমারী সাবমিট করলে ঠিক হয়ে যাবে। তবে IPEMIS এ চেক করে নিবেন অনুমোদিত ও কর্মরত ঠিক আছে কিনা?

অনুগ্রহ করে এপিএসসি তথ্য নির্ধারিত সময়ে ipemis dpe gov bd পোর্টালে সাবমিট ও অনুমোদন করার চেষ্টা করুন। প্রয়োজনে পেজের হেল্প ডেস্কে যোগাযোগ করুন। এছাড়া কোনো সহযোগিতার প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখুন। 

আইপিইএমআইএস সার্ভারে লগিন করার লিংকঃ ipemis dpe gov bd login

About admin

Check Also

প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীর তথ্য PEMIS Portal এ আপডেট করার পদ্ধতি ২০২৩

প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীর তথ্য PEMIS Portal এ আপডেট করার পদ্ধতি ২০২৩

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্য আপডেট করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি নোটিশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *