এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগ রেজাল্ট প্রকাশ করা হয়েছে। আজ সন্ধ্যার দিকে শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসিএ কর্তৃপক্ষ। এবারে স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০ এমপিও পদে শিক্ষক নিয়োগ করা হবে।
এনটিআরসিএ শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২৩
[৪র্থ গণবিজ্ঞপ্তি ফলাফল প্রকাশ]
NTRCA দ্বারা পাবলিক বিজ্ঞপ্তি প্রকাশের পর 29শে ডিসেম্বর থেকে 29শে জানুয়ারী 2023 পর্যন্ত আবেদন শুরু হয়৷ আবেদনকারীদের 1 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ ছিল। নিয়োগ পরীক্ষায় প্রায় 1 লাখ 1 হাজার প্রার্থী 68 হাজার 390 টি শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন। NTRCA ফলাফল 2023 এই পোস্টের মাধ্যমে দেখা যাবে
৪র্থ গণবিজ্ঞপ্তি শিক্ষক নিয়োগের ফলাফল দেখার নিয়ম
৪র্থ গণবিজ্ঞপ্তির শিক্ষক নিয়োগ ফলাফল প্রকাশ করা হলে, এনটিআরসিএ কর্তৃপক্ষের দাপ্তরিক ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। নিচের ঠিকানা থেকে নিয়োগ ফলাফলের যাবতীয় তথ্য জানা যাবে।
৪র্থ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশের পর উপরোক্ত ওয়েবসাইট ব্রাউজ করে ফলাফল জানতে পারবেন।
২০২৩ সালে প্রকাশিতব্য এনটিআরসিএ শিক্ষক নিয়োগ চতুর্থ গণবিজ্ঞপ্তির রেজাল্ট সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদে লিখুন।
NTRCA RESULT LINK
https://ntrca.portal.gov.bd/site/page/c5f8ea27-13ff-48cd-9c50-230359fdcc66