শিক্ষক নিয়োগ ভিরোল ফরম পূরণ ২০২৩ঃ প্রয়োজনীয় কাগজপত্র ও পদ্ধতি
আসসালামু আলাইকুম। শিক্ষক নিয়োগ ভিরোল ফরম পূরণ ২০২৩ঃ প্রয়োজনীয় কাগজপত্র ও পদ্ধতি আজ বর্ণনা করবো। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা যারা এখনো ভি-রোল ফরম পূরণ করেননি, তাঁদেরকে বলছি, ভি-রোল পূ্রণ করা একদম সহজ কাজ। আপনি নিজেই ভি রোল ফর্ম পূরন করতে পারবেন।
পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ
পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন।
শিক্ষক নিয়োগ ভিরোল ফরম পূরণ করতে আপনার যে সকল ডকুমেন্টস লাগবেঃ
১) পাসপোর্ট সাইজের ছবি (৩০০×৩০০) সাইজের।
২) সকল একাডেমিক পরীক্ষার (SSC/Dakhil, HSC/Alim, Degree/Honours/Fadil, Masters/Kamil) সনদের (সার্টিফিকেট) স্ক্যান করা পিডিএফ ফাইল! প্রতিটি সনদ ফাইলের সাইজ আলাদা করে সর্বোচ্চ ১ এমবি।
৩) নিবন্ধন সার্টিফিকেট এর স্ক্যান করা পিডিএফ ফাইল। ফাইলের সাইজ সর্বোচ্চ ১ এমবি।
৪) প্রার্থীর NID উভয় পৃষ্ঠা স্ক্যান করা পিডিএফ ফাইল। ফাইলের সাইজ সর্বোচ্চ ১ এমবি।
এর বাহিরে কোনো ডকুমেন্টস লাগবে না।
ভিরোল ফরম পূরণ ২০২৩ যা করবেন না
১) ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে বসাবেন না। কপি পেস্ট করে দিবেন। তাহলে কোনো ঝামেলা ছাড়াই লগইন হবে ইনশাআল্লাহ।
২) ভুল তথ্য দিয়ে ভি-রোল ফরম পূরণ করবেন না।
৩) ভি-রোল ফরম পূরণ থেকে বের হতে চাইলে সাইন আউট করা ছাড়া বের হবেন না।
অবশ্যই যা করবেনঃ
১) প্রতিটি ধাপ পূরণ করার পর অবশ্যই সংরক্ষণ করবেন। না হয় নেটওয়ার্কের ত্রুটি কিংবা অন্য কোনো সমস্যা দেখা দিলে সব মুছে যাবে এবং আবারো প্রথম থেকে ফিলাপ করতে হবে। যা কষ্টকর বটে।
২) প্রতিটি ধাপ পূরণ করার পর সম্পূর্ণ ধাপগুলো একনজরে দেখে নেবেন চাহিত তথ্যাদির কোথাও কোনো ত্রুটি আছে কিনা।
৩) সনদগুলো এবং NID যেখানে আপলোড করেছেন সেগুলো Open করে দেখে নিবেন যথাযথভাবে আপলোড করেছেন কিনা।
৪) সাবমিট করার পূর্বে আবারো ভালোভাবে দেখে নিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা! প্রয়োজনে প্রিন্ট করে দেখে নিবেন।
৫) সবকিছু ঠিকঠাক থাকলে বিসমিল্লাহ বলে সাবমিট করবেন।
ভি-রোল সাবমিট করার পর যা করবেন
সাবমিট করার পর ট্র্যাকিং নাম্বার, Under process সংক্রান্ত অপশন আসবে। সেখান থেকে
১) আপনার সাবমিট করা ভি-রোল ফরমটি Action কলামে অবস্থি Open আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন।
২) ডাউনলোডকৃত ভি-রোল ফরমটি প্রিন্ট করে যথাযথভাবে সংরক্ষণ করে রাখবেন।
৩) সাবমিট করা পিডিএফ ফাইলটি যা ডাউনলোড করেছেন সেটি আপনার মেইল এড্রেসে/গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন যেনো কোনো কারনে প্রিন্ট করা কপি নষ্ট কিংবা হারিয়ে গেলে আবারো প্রিন্ট দিতে পারেন।
দ্বিধান্বিত হবেন না। ভি-রোল ফরম পূরণ সংক্রান্ত যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে কমেন্ট /মেসেজ করুন।
সকলের প্রতি শুভ কামনা।
ভি রোল ফরমের জন্য মোবাইল দিয়ে স্ক্যান করতে প্লে স্টোর থেকে Adobe Scan Apps ডাউনলোড করুন। এই এপস ব্যবহার করে পিডিএফ আকারে ডকুমেন্টস স্ক্যান করতে পারবেন মোবাইলে। এছাড়া Image To PDF কনভার্ট করতে পারবেন এখানে।
V Roll ফরম সামিট করার পর Application ফরম প্রিন্ট/pdf ডাউনলোড় করবেন এবং My desk থেকে Tracking number অংশটুকুও প্রিন্ট/pdf রাখবেন।
নমূনা ভি রোল ফরম / পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম
অনলাইন পুলিশ ভেরিফিকেশন সমস্যা ও সমাধান
১. আগে কি প্রফাইল করা লাগবে?
উত্তরঃ প্রোফাইলে কোনো কাজ নেই।
২. গন্যমান্য ব্যক্তি কি বিসিএস বা ফাস্ট ক্লাস অফিসার ই লাগবে।বিমান বাংলাদেশ এর বড় অফিসার কি হবে?
উত্তরঃ আপনার এলাকার সুপিরিচিত ব্যক্তি যারা আপনাকে ভালো জানে তাদেরকে দেন। হোক সে মেম্বার /চেয়ারম্যান /বিসিএস ক্যাডার কিংবা যেকোনো পেশার গ্রহণযোগ্য ব্যক্তি।
৩. একদম শেষে কি সংরক্ষন না করে দাখিল এ ক্লিক দিব ?
উত্তরঃ প্রতিটি ধাপে ধাপে সংরক্ষণ করবেন
৪. ট্র্যাকিং পেইজ ডাউনলোড করা যায় কি?
উত্তরঃ জ্বী, ট্র্যাকিং পেইজ ডাউনলোড করা যায়।
৫. NID কি দুই পাশই আপলোড করতে হবে??
উত্তরঃ দুই পাশ এক পেজে নিয়ে Pdf ফাইল করে আপলোড করতে হবে।
৬. সনদ আপলোড করার পর আবার যখন প্রবেশ করি তখন দেখি সনদ নেই
উত্তরঃ আপলোড করে সংরক্ষ করুন। তারপর আবার চেক করে দেখুন।
৭. আমি একটা জব করছি এবং এখনো কর্মরত আছি। সে ক্ষেত্রে কি “কর্মরত আছি” এটা দিলে ভালো হবে নাকি “পদত্যাগ”?
উত্তরঃ কর্মরত আছেন।