প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথ্য আপডেট ও বিদ্যালয়ের তথ্য আপডেট 2023
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 30 এপ্রিলের মধ্যে IPEMIS শিক্ষক তথ্য আপডেট করতে হবে। এটি আপনার ব্যক্তিগত তথ্য প্রোফাইল এবং আপনার নিজের পাসওয়ার্ড থাকবে। তাই দোকানদারের কাছে গিয়ে পুরন করবেন না। যদি অন্য কেউ আপনার পাসওয়ার্ড খুঁজে পায়, তাহলে আপনি ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
কারণ এই প্রোফাইলে থাকবে আপনার চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং এই সব কাগজপত্রের ফটো/স্ক্যান কপি। আপনার নিজের, আপনার বাবা-মা, আপনার পত্নী, আপনার সন্তানের NID/BIRTH কার্ডের মূল কপি, আপনার স্বাক্ষর এবং ছবির একটি স্ক্যান কপিও থাকবে। এই সমস্ত তথ্য দিয়ে যে কেউ আপনাকে অনেক ঝামেলায় ফেলতে পারে। তাই আপনার তথ্য গোপন রাখতে হবে। আপনি নিজে না পারলে আপনার সহ শিক্ষক এর সাহায্যে কাজটি করবেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথ্য আপডেট
শিক্ষক তথ্য আপডেট করতে, নিম্নলিখিত কাগজপত্র মূল কপি স্ক্যান করে আপলোড করতে হবে-
ক) শিক্ষকের ছবি
খ) শিক্ষক নিয়োগের গেজেট / আদেশের অনুলিপি (নিয়োগ পত্র)
গ) শিক্ষকের NID এর কপি
ঘ) শিক্ষকের স্বাক্ষরের অনুলিপি
ঙ) শিক্ষকের পিতার NID এর কপি
চ) শিক্ষকের মায়ের NID এর কপি
ছ) শিক্ষকের পত্নীর NID এর কপি
জ) শিক্ষকের সন্তানদের জন্ম নিবন্ধনের কপি
ঝ) শিক্ষকের শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটের কপি
ঞ) শিক্ষক পদায়নের গেজেটের স্ক্যান কপি
ট) সমস্ত শিক্ষক প্রশিক্ষণের সার্টিফিকেট কপি (যা প্রশিক্ষণ বিকল্প পোর্টালে পাওয়া যায় – DPEd, CINEd, B.Ed, M.Ed, বিষয় ভিত্তিক বাংলা, বিষয় ভিত্তিক ইংরেজি, বিষয় ভিত্তিক গণিত, বিষয় ভিত্তিক সমাজ, বিষয় ভিত্তিক বিজ্ঞান, স্কুল ম্যানেজমেন্ট, প্রাক-প্রাথমিক, শারীরিক শিক্ষা, নেতৃত্ব, সমন্বিত শিক্ষা, সাব-ক্লাস্টার, পাঠ্যক্রম প্রচার, কম্পিউটারে ডিপ্লোমা, কম্পিউটার কোর্স, বেসিক ইন সার্ভিস, শিক্ষায় আইসিটি, এমডব্লিউটিএল, সঙ্গীত, শিল্প ও কারুকলা, অপ্রশিক্ষিত, বিদেশী দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, বিদেশী স্বল্পমেয়াদী প্রশিক্ষণ)
READ More: IPEMIS DPE GOV BD সিস্টেম ব্যবহার ও নির্দেশনা
IPEMIS এ শিক্ষক তথ্য ফরম পূরণ
IPEMIS সার্ভারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক, পারিবারিক এবং পেশাগত তথ্য প্রদানের জন্য, নিম্নলিখিত কাগজপত্র স্ক্যান করে সরবরাহ করতে হবেঃ
- শিক্ষক নিয়োগপত্র
- শিক্ষকের NID
- শিক্ষকের স্বাক্ষর
- পিতার NID
- মায়ের NID
- স্বামী/স্ত্রীর এনআইডি
- স্বামী/স্ত্রী একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলে স্বামী/স্ত্রী শিক্ষক পিন নম্বর।
- শিশুদের জন্ম নিবন্ধন / NID
- শিক্ষকের সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- CINED/DPED/BEd/M.Ed এর সার্টিফিকেট
- এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
IPEMIS-এ নিয়োগ ও পদায়নের গেজেট:
এখানে গেজেট মানে নিয়োগপত্র এবং বদলির আদেশ। অর্থাৎ আপনার নামে যে আদেশগুলো আছে সেগুলো এখানে গেজেট হিসেবে বিবেচিত হবে। প্রথম যোগদানের তথ্য দিতে চাইলে নিয়োগপত্রের স্মারক নম্বর ই-গেজেট নম্বর। আবার বদলিকৃত বিদ্যালয়ের তথ্য দিতে চাইলে বদলি আদেশের স্মারক নম্বরটি এখানে পদায়নের গেজেট নম্বর এবং তারিখটি ডানদিকে রয়েছে।যেখানে আপনি সরাসরি অ্যাপয়েন্টমেন্টের ধরন নির্বাচন করবেন, সেখানে প্রথম নিয়োগপত্রের স্মারক নম্বর দিন এবং যেখানে বদলি সিলেক্ট করবেন সেখানে বদলি আদেশের স্মারক নম্বর দেবেন।
বিদ্যালয়ের তথ্য আপডেট 2023
বিদ্যালয়ের তথ্য আপডেট করার জন্য, নিম্নলিখিত কাগজপত্র মূল কপি স্ক্যান করে আপলোড করতে হবে-
ক) গেজেটের স্ক্যান কপি (জাতীয়করণের গ্যাজেট)
খ) ভবনের সামনের ছবি
গ) বিল্ডিংয়ের বাম দিকের ছবি
ঘ) বিল্ডিংয়ের ডান পাশের ছবি
IPEMIS ফরম পূরণ সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন
প্রশ্ন: এনআইডির ক্ষেত্রে নতুন না পুরাতন?
উত্তরঃ স্মার্ট কার্ড বা পুরাতন এনআইডি যেকোনো একটি দেওয়া যেতে পারে।
প্রশ্ন: এটি 100% না দেখালে আমার কী করা উচিত?
উত্তর: 100% দেখানোর দরকার নেই। আপনার তথ্য সঠিকভাবে দিন। এটা কোন সমস্যা না.
প্রশ্নঃ চাকরির অবস্থা জানা না থাকলে আমার কী করা উচিত?
উত্তর: কিছু করার নেই।
প্রশ্নঃ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত বা বর্তমান প্রধান শিক্ষকের তথ্য আপডেট করতে না পারলে আমি কি করতে পারি?
উত্তর: আমাদের অপেক্ষা করতে হবে। জনাব উপজেলা শিক্ষা অফিসার আপনাকে দায়িত্ব দেওয়ার পর সবকিছু করতে পারবেন।
প্রশ্নঃ আমার কোন প্রশিক্ষণ নেই, আমার কি করা উচিত?
উত্তর: আপনার যা নাই তা দেওয়ার দরকার নেই।