বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2023

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2023

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2023 আয়োজন সংক্রান্ত

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ , শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করে থাকে । তারই ধারাবাহিকতায় নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হবে । উক্ত সময়সূচি অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৩

মেধা অন্বেষণ প্রতিযোগিতার সময়সূচি

  1. প্রতিষ্ঠান পর্যায়                                                                     ১৩-১৫ মার্চ ২০২৩
  2. উপজেলা পর্যায় ও ঢাকা মহানগরী সহ ২৫ টি থানা          ২০-২১ মার্চ ২০২৩
  3. জেলা পর্যায়                                                                          ২ মে ২০২৩
  4. ঢাকা মহানগর                                                                      ৩ মে ২০২৩
  5. বিভাগীয় পর্যায়                                                                      ৯ মে -২০২৩
  6. জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা                                              ১৫ মে -২০২৩

বি : দ্র :যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এস.এস.সি পরীক্ষা চলমান রয়েছে সেসকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতার ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না ।

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2023

( মোঃ আনোয়ারুল আউয়াল খান )

সহকারী পরিচালক ( প্রশিক্ষণ-৩)

বিতরণ :

১. পরিচালক (সকল অঞ্চল ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ( তাঁরআওতাধীন অঞ্চলে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের অনুরোধ সহ)

২. উপ – পরিচালক ( মাধ্যমিক , সংশ্লিষ্টসকল অঞ্চল ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ( তাঁর আওতাধীন অঞ্চলে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে

আয়োজনের অনুরোধসহ )

৩. জেলা শিক্ষা অফিসার (সকল ) ( তাঁরআওতাধীন জেলার প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে আয়োজনের অনুরোধ সহ )

৪.উপজেলা / থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ( সকল ) (তাঁর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতার বিষয়টি অবহিতকরণ এবং তাঁর উপজেলায় সুষ্ঠু ভাবে প্রতিযোগিতা আয়োজনের অনুরোধ সহ )

স্মারক নং : 37.02.0000.110.43.04.2023- 2৭০ তারিখ : 25/04/2023 খ্রি.

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো : (জেষ্ঠ্যতার ক্রমানুসারে নয় )

১. বিভাগীয় কমিশনার ( সকল ).

২. চেয়ারম্যান , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ( সকল ).

৩. জেলা প্রশাসক ( সকল ).. J

৪. উপসচিব ( সরকারি মাধ্যমিক -৩ ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ,শিক্ষা মন্ত্রণালয়।

৫.সচিব মহোদয়ের একান্ত সচিব ,মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ,শিক্ষা মন্ত্রণালয়।

৬. উপজেলা নির্বাহী অফিসার ( সকল ).. |

৭. সিনিয়র সিস্টেম এনালিস্ট ( মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে নোটিশে আপলোড এবং সংশ্লিষ্টসকলকে ই -মেইলে প্রেরণ করার অনুরোধসহ ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ , ঢাকা ।

৮.পি এ টুমহাপরিচালক ( মহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ,ঢাকা ।

৯.পি এ টুপরিচালক ( প্রশিক্ষণ)মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ,ঢাকা ।

১০.সংরক্ষণ নথি ।

( মোঃ আনোয়ারুল আউয়াল খান ) ০৪/২৩

সহকারী পরিচালক ( প্রশিক্ষণ-৩)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *