মুক্তপাঠ সার্টিফিকেট সংশোধন ও ডাউনলোড করার পদ্ধতি ২০২৩

মুক্তপাঠ সার্টিফিকেট প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন যেমন সার্টিফিকেটে নাম আসে নাই অথবা নামের বানান ভুল এসেছে, কীভাবে সংশোধন করতে পারি? সার্টিফিকেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে, কতদিন সময় লাগবে? মুক্তপাঠ সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবো? সার্টিফিকেট কীভাবে যাচাই করবো? 

মুক্তপাঠ সার্টিফিকেট সংশোধন

প্রশ্ন– মুক্তপাঠ সার্টিফিকেটে নাম আসে নাই অথবা নামের বানান ভুল এসেছে, কীভাবে সংশোধন করতে পারি?

উত্তর– সার্টিফিকেটে আপনার নাম না আসলে/ নাম  প্রিন্ট না হলে পুনরায় সার্টিফিকেট দাবি করে ডাউনলোড করুন। নামের বানান শুদ্ধ করতে প্রোফাইলে লগইন করে “প্রোফাইল” অপশনের “আপনার নাম (ইংরেজিতে – সার্টিফিকেট অনুযায়ী)” ঘরে শুদ্ধ নামটি লিখুন। তারপর আবার সার্টিফিকেট দাবি করুন ও ডাউনলোড করুন।

প্রশ্ন– মুক্তপাঠ সার্টিফিকেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে, কতদিন সময় লাগবে?

উত্তর– কোর্সভেদে বিভিন্ন কোর্সের সার্টিফিকেট বিভিন্ন সময় দেয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে চলমান কোর্সগুলোর সার্টিফিকেট কোর্স শেষে দেয়া হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোর্স গুলোর সার্টিফিকেট উক্ত প্রতিষ্ঠান ইস্যু করে থাকে। এছাড়া নতুন ভার্সন এ আপগ্রেড এর কারনে কিছু কোর্স এর সার্টিফিকেট দেয়া বন্ধ ছিল যা পুনরায় দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড

প্রশ্ন– মুক্তপাঠ সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবো?

উত্তর- সার্টিফিকেট ডাউনলোড করতে ড্যাশবোর্ড এর সার্টিফিকেট অপশন এ গিয়ে নির্ধারিত বক্সে ক্লিক করুন।

প্রশ্ন– সার্টিফিকেট কীভাবে যাচাই করবো? 

উত্তর– সার্ভারজনিত সমস্যার কারণে আপনার সার্টিফিকেটটি প্রস্তুত হতে সময় লাগতে পারে অথবা ডাউনলোড করা সম্ভব নাও হতে পারে। এমতাবস্থায় জরুরী ক্ষেত্রে আপনি সার্টিফিকেট যাচাই করতে পারেন। সার্টিফিকেট যাচাই করতে আপনার সার্টিফিকেটে প্রদত্ত কোডটি (ছবির সার্টিফিকেটে MC-K1N427128C187X) মুক্তপাঠ ওয়েবসাইটের হোমপেজের একেবারে নিচে “সার্টিফিকেট যাচাই” অংশে ক্লিক করে “ট্র্যাকিং কোড প্রবেশ করুন” বক্সে প্রদান করে সার্টিফিকেট যাচাই করুন ।

মুক্তপাঠ রেজিস্ট্রেশন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ও পাসওয়ার্ড রিসেট সংক্রান্ত করবেন যেভাবে

প্রশ্ন– ট্রাকিং কোড টি পাচ্ছি না, তাই সার্টিফিকেট যাচাই করতে পারছি না, ট্রাকিং কোড টি কোথায় পাবো?/ সার্টিফিকেট এ ট্র্যাকিং কোড শো করছে না। ট্র্যাকিং কোড হারিয়ে গেলে কি করবো?

উত্তর– আপনার সার্টিফিকেট এর উপর দিকে MC-xxxxxxxxxxxxxx –এরূপ একটি কোড আচে যেটি আপনার ট্র্যাকিং কোড।

সার্টিফিকেট এ ট্র্যাকিং কোড শো না করলে সার্টিফিকেট পুনরায় ডাউনলোড করুন। এরপরও না পেলে info.muktopaath@gmail.com এই ঠিকানায় ইমেইল করুন।

মুক্তপাঠ সার্টিফিকেট (muktopaath certificate) সম্পর্কে যে কোনো সমস্যায় ইমেইল করুন-  info.muktopaath@gmail.com এই ঠিকানায়।

READ MORE: মুক্তপাঠ রেজিস্ট্রেশন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ও পাসওয়ার্ড রিসেট সংক্রান্ত করবেন যেভাবে

ইমেইল করার নিয়মাবলী:

মেইলের সাবজেক্টে “Certificate” বা “সার্টিফিকেট” লিখুন

মেইলের বডিতে- আপনার রেজিস্ট্রেশন/ ইউজার আইডি (মোবাইল নম্বর/ মেইল আইডি, যেটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করেছেন) লিখে যে কোর্সের সার্টিফিকেট পাননি সেই কোর্সের নাম (ব্যাচ থাকলে ব্যাচ নাম্বার সহ) উল্লেখ করে মেইল করুন।

প্রশ্ন- মুক্তপাঠ সার্টিফিকেটের কি কোন ভ্যালু আছে?/মুক্তপাঠের সার্টিফিকেট কি আমি কোথাও ব্যবহার করতে পারবো?/মুক্তপাঠের সার্টিফিকেট আমি কোথায় ব্যবহার করতে পারবো?

উত্তর- মুক্তপাঠের কোর্স সম্পন্ন করার পর যে সার্টিফিকেট দেয়া হয় তা কোর্স প্রোভাইডার প্রতিষ্ঠানের অথরাইজড সার্টিফিকেট হয়ে থাকে, সুতরাং অবশ্যই সার্টিফিকেট টির ভ্যালু আছে।

সাম্প্রতিক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর ফেস টু ফেস প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনলাইন প্রশিক্ষণ ও অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করে সার্টিফিকেট গ্রহণের নির্দেশনা প্রদান  করা হয়েছে।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে মুক্তপাঠের নির্দিষ্ট কিছু কোর্সের গ্রহণযোগ্যতা রয়েছে।

যেমনঃ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় চিকিৎসকদের জন্য করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত অনলাইন প্রশিক্ষণ কোর্সটি করে শুধু মাত্র চিকিৎসকরা সেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা কন্ট্রোল হটলাইন-এ যুক্ত হয়ে চিকিৎসা পরামর্শ ও সেবা দিতে পারছেন।

এছাড়া সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় গুলোর শিক্ষকদের মধ্য থেকে এটুআই পরিচালিত ICT4E জেলা অ্যাম্বাসেডরশীপ প্রোগ্রামের আওতায় অ্যাম্বাসেডর নির্বাচিত হতে হলে মুক্তপাঠের বেসিক টিচার্স ট্রেনিং ও মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্ট কোর্স দুটি করা ও এর সার্টিফিকেট প্রদর্শন বাধ্যতামূলক।

About admin

Check Also

প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীর তথ্য PEMIS Portal এ আপডেট করার পদ্ধতি ২০২৩

প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীর তথ্য PEMIS Portal এ আপডেট করার পদ্ধতি ২০২৩

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্য আপডেট করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি নোটিশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *