প্রাথমিক শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণ কোর্স মুক্তপাঠ প্ল্যাটফর্ম ব্যবহার ও প্রয়োজনীয় কারিগরী সহায়তা
জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স-এর জন্য মুক্তপাঠ প্ল্যাটফর্ম ব্যবহার ও প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।
ইতি মধ্যেই আপনারা অবগত রয়েছেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য মুক্তপাঠে অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে তাদের শিক্ষক ব্যবহার করে একটি সার্টিফিকেট ডাউনলোড করবেন।
সকল শিক্ষককে অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনাকে জাতীয় শিক্ষা গ্রহণ ২০২১ এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য বলবো। কোর্স সম্পূর্ণ হওয়ার পর আপনি একটি সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট পাওয়ার পর সেটি ডাউনলোড করে সংরক্ষণ করবেন।
অনলাইন প্রশিক্ষণ কোর্স মুক্তপাঠ প্ল্যাটফর্ম ব্যবহার ও প্রয়োজনীয় কারিগরী সহায়তা
মুক্ত পাঠে অনলাইন কোর্স সম্পন্ন করার সময় কোন শিক্ষকের যদি কোন রকমের সহায়তা দরকার হয় সেজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি পরিপত্র জারি করে শিক্ষকদের সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেছেন। পরিপত্রটি নিজে হুবহু উল্লেখ করা হলো-
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইউরোপীয় ইউনিয়নের যোথ উদ্যোগে এবং এটুআই এর কারিগরি সহায়তায় জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সটি প্রস্তুত করা হয়েছে। গত ২৩ জানুয়ারি, ২০২৩, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি. মহোদয় অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।
এরই পরিপ্রেক্ষিতে, উক্ত অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম নির্ধারিত সময়ে বিনামূল্যে সম্পন্ন করার জন্য প্রাথমিক স্তরের সরাকারি, বেসরকারি ও এবতেদায়ি মাদ্রাপ্রার শিক্ষকগণকে ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠ ব্যবহার ও এতদ্ব সংক্রান্ত প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের অনুরোধ করা হলো।
২। বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সদয় অনুমোদগ্ধ রয়েছে।
প্রকল্প পরিচালক (যুগ্মসচিব)
এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
দৃষ্টি আকর্ষণ: জনাব আফজাল হোসেন সারওয়ার, পলিসি ত্যানালিন্ট (এডুকেশনাল ইনোভেশন), এটুআই, আইসিটি বিভাগ।
মুক্তপাঠ অনলাইন কোর্স – Muktopath dpe login
মুক্তপাঠ অনলাইন কোর্স লিংক– dpe muktopaath gov bd
READ MORE: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণে রেজিস্ট্রেশন করার পদ্ধতি
সচরাচর জিজ্ঞাসা
জিজ্ঞাসাঃ পিন নাম্বার সঠিক দেয়ার পরও ভেরিফাই হচ্ছে না?
উত্তরঃ pemis থেকে নিজের পিন নাম্বার নিবেন।
জিজ্ঞাসাঃ 4.1.8 শিখন শেখানো কৌশল গাণিতিক খেলা। ভিডিও শেষ করার পর কুইজে দুইটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে । কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক হলেও ভুল দেখাচ্ছে। এতে পাঠটি সম্পন্ন হচ্ছে না।
উত্তরঃ পূর্ববর্তী ভিডিওটা আবার দেখুন। তাহলে কুইজে আবার অংশ দিতে পারবেন।
জিজ্ঞাসাঃ কোর্স চলাকালীন সময়ে কোন একটি আইটেম রেখে পরবর্তী আইটেম কমপ্লিট করা যাবে কি?
উত্তরঃ করা যাবে। কিন্তু আপনাকে ১০০% কমপ্লিট না করলে সার্টিফিকেট পাবেন না।
জিজ্ঞাসাঃ সার্টিফিকেট টি পিডিএফ আকারে ডাউনলোড করলে নাম উপরের অংশে দেখা যায়। নামের জায়গা টি খালি থাকে। এই সমস্যা টি অনেকেরই হয়েছে।
উত্তরঃ পিডিএফ না করে জেপিজি আকারে করুন।
জিজ্ঞাসাঃ আমি সম্পূর্ণ কোর্সটি করেছি।কিন্তু মউিউল ১ও মডিউল ২ তে দুইটা কুইজে ৫ বারের বেশি ভূল উত্তর দেখার কারনে আমার অগ্রগতি ৯৮% দেখাচ্ছে। এবং কুইজ গুলোর নতুন করে কোন সুযোগ দিচ্ছে না।সেক্ষেত্রে আমার করনীয় কি?
উত্তরঃ মুক্তপাঠে মেইল করুন
জিজ্ঞাসাঃ সনদের পিডিএফ ফাইল ডাউনলোড করা হলে লাইন উপর নিচ হয়ে যাচ্ছে।
উত্তরঃ ল্যাপটপ বা মোবাইল সব ক্ষেত্রেই একই সমস্যা তাই পিডিএফ ডাউনলোড না দিয়ে ইমেজ জিজ্ঞাসাঃ আকারে ডাউনলোড করুণ তাহলে ঠিক আসবে। মোবাইলে হলে সার্টিফিকেট এর উপরে চেপে ধরে আর ল্যাপটপ থেকে হলে মাউস এর রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড দিতে হবে অর্থাৎ আমরা গুগোল থেকে যেভাবে ছবি ডাউনলোড করি ঠিক সেভাবে।
জিজ্ঞাসাঃ আমি সাটিফিকেট পাইনি। কোর্স সমপন্ন করেছি?
উত্তরঃ সার্টিফিকেট তৈরি করুন অপশনে ক্লিক করে পরে ডাউনলোড করে নিন।