মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2023

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সারাদেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ। প্রতিযোগিতাটি প্রথম 2013 সালে সৃজনশীল মেধা অনুসন্ধান নামে চালু করা হয়েছিল, পরে এটি 2020 থেকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ হিসাবে নামকরণ করা হয়েছিল। প্রতিযোগিতাগুলি 3টি শ্রেণী এবং 5টি বিষয়ে অনুষ্ঠিত হয় (শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য 1টি বিষয়)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী জাতীয় মঞ্চে বিজয়ীদের হাতে 2,00,000 টাকা তুলে দেন।

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৩ আয়োজন সংক্রান্ত নির্দেশনা ও সময় সূচি প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর। সারাদেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সমূহে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগীতা। আগামী ১৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও  উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হবে  । উক্ত সময়সূচি অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -2023

ক্রমিক নং পর্যায় প্রতিযোগিতার সময়সূচি
প্রতিষ্ঠান পর্যায় ১৩-১৫ মার্চ-২০২৩
উপজেলা পর্যায় ও ঢাকা মহানগরী সহ ২৫ টি  থানা ২০-২১ মার্চ-২০২৩
 জেলা পর্যায় ২ মে -২০২৩ 
ঢাকা মহানগর ৩ মে -২০২৩
 বিভাগীয় পর্যায় ৯ মে -২০২৩

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

Read More: জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর মূলনীতি, রূপকল্প ও অভিলক্ষ্য

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার ক্যাটাগরি

ক্যাটাগরি ৩টি হলো:

৬ষ্ঠ-৮ম শ্রেণি, ৯ম-১০ম শ্রেণি এবং ১১শ-১২শ শ্রেণি।

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিষয়

৪টি বিষয় হলো:

  • ভাষা ও সাহিত্য,
  • দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান,
  • গণিত ও কম্পিউটার এবং
  • বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ।

এক জন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।

মেধা অন্বেষণ প্রতিযোগিতার পরীক্ষা ও নম্বর বন্টন:

  1. ভাষা ও সাহিত্য: গল্পবলা-১০, তাৎক্ষণিক রচনা প্রতিযোগিতা (লিখিত) বাংলা-১০ ও ইরেজি-১০, উপস্থিত বক্তৃতা বাংলা-১০ ও ইংরেজি -১০; সর্বমোট-৫০ নম্বর।
  2. দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান: ৬ষ্ঠ-৮ম শ্রেণির জন্য দৈনন্দিন বিজ্ঞান এবং ৯ম-১২শ শ্রেণির জন্য বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান)। এমসিকিউ-১০, বিজ্ঞান বিষয়ক রচনা-১০ এবং বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপন-৩০; সর্বমোট-৫০ নম্বর।
  3. গণিত ও কম্পিউটার: গণিত লিখিত-২০ এবং মৌখিক মূল্যায়ণ-১০; কম্পিউটার সমস্যা সমাধান-২০; সর্বমোট-৫০ নম্বর।
  4. বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ (ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি ও সমাজবিজ্ঞান): সৃজনশীল প্রশ্ন ২০, এমসিকিউ-১০ এবং মৌখিক-২০; সর্বমোট-৫০ নম্বর।

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিষয় ও নম্বর বণ্টন

বিষয় নম্বর বন্টণ
গণিত ও কম্পিউটার  গণিত – ২০ নম্বর (লিখিত) গণিত – ১০ নম্বর (মৌখিক) আইসিটি সমস্যা সমাধান – ২০ নম্বর
বাংলাদেশ অধ্যয়ন ও মুক্তিযুদ্ধ সৃজনশীল প্রশ্ন – ২০ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন – ১০ নম্বর মৌখিক – ২০ নম্বর
ভাষা ও সাহিত্য গল্প বলা- ১৫ নম্বর উপস্থিত বক্তৃতা (ইংরেজি) – ১৫ নম্বর প্রবন্ধ রচনা (বাংলা এবং ইংরেজি) – ২০ নম্বর
বিজ্ঞান প্রবন্ধ রচনা – ১০ নম্বর প্রকল্প – ৩০ নম্বর বহুনির্বাচনী – ১০ নম্বর

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ

বিচারকমন্ডলী

উপজেলার ক্ষেত্রে পার্শ¦বর্তী কোন উপজেলা থেকে অনধিক ৫জন বিষয় বিশেষজ্ঞের সমন্বয়ে একটি বিচারক প্যানেল তৈরি করে তাদের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষা নিবেন। জেলা, বিভাগ, বিভাগীয় শহরের ক্ষেত্রে যে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন প্রতিযোগি উক্ত পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি তাদের মধ্যে থেকে অনধিক ৫জন বিষয় বিশেষজ্ঞের সমন্বয়ে একটি বিচারক প্যানেল তৈরি করে তাদের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষা নিবেন।

পরিচালনা ও বাস্তবায়ন

এই প্রতিযোগিতা পরিচালনা ও বাস্তবায়ন করার জন্য উপজেলা কমিটি (আহবায়ক-উপজেলা নির্বাহী অফিসার), জেলা কমিটি (আহবায়ক জেলা প্রশাসক), বিভাগীয় কমিটি (আহবায়ক-বিভাগীয় কমিশনার), মহানগরী/বিভাগীয় শহর কমিটি (আহবায়ক চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড -সংশ্লিষ্ট বোর্ড) ও জাতীয় পর্যায়ে জাতীয় স্টিয়ারিং কমিটি (প্রধান উপদেষ্টা-মাননীয় শিক্ষামন্ত্রী, সভাপতি-সচিব, শিক্ষা মন্ত্রণালয়) থাকবে। (সূত্র: সৃজনশীল মেধা অন্বেষণ নীতিমালা)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *