প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালকগণের খসড়া গ্রেডেশন প্রকাশ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালকগণের খসড়া গ্রেডেশন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক নোটিশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালকগণের তালিকা পিডিএফ আকার প্রকাশ করেছে। আসুন দেখে নেই খসড়া গ্রেডিশন তালিকা।
এতদ্বারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালকগণের অবগতির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রাপ্ত উপ পরিচালকগণের খসড়া গ্রেডেশন তালিকা এতদসঙ্গে প্রকাশ করা হলো ।
প্রকাশিত তালিকার উপর কারো কোন যৌক্তিক আপত্তি থাকলে সংশ্লিষ্ট কাগজপত্রাদিসহ তালিকা প্রকাশের ৩০ (ত্রিশ ) কর্মদিবস অর্থাৎ ২৪ মে ২০২৩ তারিখের মধ্যে সচিব , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর লিখিত ( ই -মেইল: scy@mopme.gov.bd) আবেদন দাখিল করতে হবে ।
অন্যথায় , ৩০ (ত্রিশ ) কর্মদিবস অতিক্রান্তের পর প্রকাশিত গ্রেডেশন তালিকা চূড়ান্তকরণের কার্যক্রম গ্রহণ করা হবে ।
সংশোধিত খসড়া গ্রেডেশন তালিকা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উপ পরিচালক পদে কর্মরতগণের খসড়া জ্যেষ্ঠতা তালিকা
অনুলিপি : ( জ্ঞাতার্থে/কার্যার্থে)
১। মহাপরিচালক , প্রাথমিক শিক্ষা অধিদপ্তর , মিরপুর ,ঢাকা
( বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণের অনুরোধসহ )।
২। মাননীয় প্রতিমন্ত্রীরএকান্ত সচিব , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয় , ঢাকা ।
৩ ! সচিবের একান্ত সচিব , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয় ,ঢাকা ।
৪। অতিরিক্ত সচিব ( প্রশাসন )-এর ব্যক্তিগত কর্মকর্তা , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয় , ঢাকা ।
৫। যুগ্মসচিব (প্রশাসন )-এর ব্যক্তিগত কর্মকর্তা ,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয় ,ঢাকা ।
৬। অফিস কপি ।
DPE News ওয়েবসাইটে আপনি প্রাথমিক শিক্ষার সকল খবর জানতে পারবেন। DPE ( Directorate Of Primary Education) প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। সবার আগে সঠিক খবর জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।