প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৩

তুমুল প্রতিযোগিতাপূর্ণ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করতে হলে এখন থেকেই জোরেশোরে প্রস্তুতি নিতে হবে। সঠিকভাবে প্রস্তুতি নিলে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সহজেই উত্তীর্ণ হওয়া যাবে।

সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষায় ৮০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্বর। লিখিত পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, গণিত, ইংরেজি বিষয়ে ২০টি করে মোট ৬০টি ও সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার ৩টি বিষয় মিলে ২০টি অর্থাৎ, মোট ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। মৌখিক পরীক্ষায় পাস করলে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
প্রস্তুতির জন্য গত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ পড়ে ফেলুন। প্রশ্ন সম্পর্কে ধারণা হবে।
আজ আমরা আলোচনা করবো বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক ধ্বনি ও বর্ণ নিয়ে। আসুন ধ্বনি ও বর্ণ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ দেখে নিই –

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৩ বাংলা

১। ভাষার মূল উপকরণ – বাক্য

২। ভাষার মূল উপাদান – ধ্বনি

৩। ভাষার বৃহত্তম একক – বাক্য

৪। ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি

৫। বাক্যের মৌলিক উপাদান – শব্দ

৬। বাক্যের মূল উপাদান – শব্দ

৭। বাক্যের মূল উপকরণ – শব্দ

৮। বাক্যের ক্ষুদ্রতম একক – শব্দ

৯। শব্দের মূল উপাদান – ধ্বনি

১০। শব্দের মূল উপকরণ – ধ্বনি

১১। শব্দের ক্ষুদ্রতম একক – ধ্বনি

১২। ধ্বনি নির্দেশক চিহৃ – বর্ণ

১৩। ভাষার ইট বলা হয় – বর্ণকে

১৪। ভাষার স্বর বলা হয় – ধ্বনিকে

১৫। ভাষার ছাদ বলা হয় – বাক্যকে

১৬। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)

১৭। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)

১৮। ভাষার মৌলিক অংশ – ৪ টি

১৯। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
২০। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বরধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)

২১। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে – ৫০টি

২২। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি

২৩। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি

২৪। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি ( অ,আ,ই,উ,এ,অ্যা,ও )

২৫। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি ( এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )

২৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি ( ঋ,খ,গ,ণ,থ,প,ধ,শ )

২৭। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ, ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,­ ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,ষ,স,হ,ড়,ঢ়,য় )

২৮। পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ – ৬ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ )

২৯। পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ – ২৬টি ( ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,­ ষ,স,হ,ড়,ঢ়,য় )

৩০। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।

৩১। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি

আ=া, ই= ি,
ঈ=ী, উ=ু,
ঊ=ূ,ঋ ৃ,
এ= ে, ঐ= ৈ,
ও= ো, ঔ= ৌ।

৩২। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)

৩৩। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)

৩৪। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি

৩৫। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)

৩৬। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি ( ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )

৩৭। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)

৩৮। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি ( খ,গ,ণ,থ,ধ,প,শ )

৩৯। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর – ৪টি ( অ,ই,উ,ঋ )

৪০। বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর – ৭টি ( আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ )

৪১। বাংলা বর্ণমালায় যে দুটি ধ্বনি উচ্চরণে কোন পার্থক্য নেই – ঙ,ং

৪২। বাংলা বর্ণমালায় বর্গ আছে – ৫টি

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সামগ্রিক প্রস্তুতির জন্য উপর্যুক্ত টপিক ছাড়াও বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে পারেন।

About admin

Check Also

৪৫ তম বিসিএস প্রস্তুতিঃ নির্বাচিত বইয়ের তালিকা। 45 BCS Preparation Book List 2022

৪৫ তম বিসিএস প্রস্তুতিঃ নির্বাচিত বইয়ের তালিকা। 45 BCS Preparation Book List 2022

বিসিএস ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, কাস্টমস ক্যাডার এবং পুলিশ ক্যাডারের মতো পূর্ববর্তী শীর্ষ বিসিএস ক্যাডার এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *