সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ জারি ২৬/০৪/২০২৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিস্থাপন সাপেক্ষে বদলির একটি নতুন আদেশ জারি  করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ ২৬/০৪/২০২৩  তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা (পলিসি ও অপারেশন) স্বাক্ষরিত একটি পত্র জারি করা হয়। অধিদপ্তরের জারিকৃতপত্র বলা হয়েছে,

প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ

বিষয়ঃ অনলাইন বদলি সফটওয়ারের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ জারি সম্পর্কিত ।

উপযুক্ত বিষয়ে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রমের মাধ্যমে যে সকল শিক্ষকের অনুকূলে প্রতিস্থাপন সাপেক্ষে ‘ জারীকৃত বদলির আদেশ জারি করা হয়, সেক্ষেত্রে বদলি নির্দেশিকার অনুচ্ছেদ ৩.৪ অনুযায়ী দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়ের যে কোন এক শিফটের শিক্ষার্থী যথা ১ম ও ২য় অথবা ৩য় হতে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে যে সংখ্যা বেশি হবে তা ১:৪০ অনুপাত হিসেবে বিবেচনায় নিয়ে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত শিক্ষকগণকে বদলিকৃত বিদ্যালয়ে যোগদানের নিমিত্ত অবমুক্ত করার বিষয়ে ইতঃমধ্যে নির্দেশনা প্রেরণ করা হয়েছে ।

আরো পড়ুনঃ চলতি দায়িত্ব নীতিমালা ও অতিরিক্ত দায়িত্ব নীতিমালা ২০২৩

যে সকল বিদ্যালয়ে ৪( চার ) জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত আছেন সে সকল বিদ্যালয়ের কোন শিক্ষক / শিক্ষকগণের প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ জারি হয়ে থাকলে উক্ত বিদ্যালয়ে সংযুক্তি প্রদানযোগ্য বিদ্যালয় থেকে শিক্ষক সংযুক্তি প্রদান পূর্বক বদলির আদেশপ্রাপ্ত শিক্ষককে বদলিকৃত বিদ্যালয়ে যোগদানের নিমিত্ত অবমুক্ত করে অত্র দপ্তরকে অবহিত করতে হবে । 

পত্র জারির ৭ ( সাত ) কার্যদিবসের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

নাসরিন সুলতানা

সহকারী পরিচালক ( পলিসি ও অপাঃ )

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ জারি ২৬/০৪/২০২৩

বিতরণ :

১ ) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( সকল )

২ ) উপজেলা / থানা শিক্ষা অফিসার ( সকল )

কার্যার্থে:

১ ) সচিবের একান্ত সচিব , সচিবের দপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

২ ) বিভাগীয় উপপরিচালক , সকল ( তাঁর বিভাগের আওতাধীন সকল জেলার এ সংক্রান্ত সংযুক্তির তথ্য সমন্বিত করে অভ্র

দপ্তরে প্রেরণের অনুরোধসহ )

৩ ) সুপারিনটেনডেন্ট ( সকল ), প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই )

৪ ) মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী , মহাপরিচালকের দপ্তর , প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ( মহাপরিচালক মহোদয়ের সদয়

অবগতির জন্য )

৫ ) অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী , অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর , প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ( অতিরিক্ত

মহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য )

৬ ) অফিস কপি ।

About admin

Check Also

প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীর তথ্য PEMIS Portal এ আপডেট করার পদ্ধতি ২০২৩

প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীর তথ্য PEMIS Portal এ আপডেট করার পদ্ধতি ২০২৩

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্য আপডেট করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি নোটিশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *