ডিগ্রি উপবৃত্তি আবেদন ২০২৩ । Degree Upobitty Application 2023

ডিগ্রি উপবৃত্তি আবেদন ২০২৩। Degree Upobitty Application 2023

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ অভিপ্রায় অনুযায়ী ২০১২ সালে “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট” গঠন করা হয় । ট্রাস্ট ফান্ড থেকে স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, আর্থিক সহায়তা, অনুদান ও উচ্চ শিক্ষায় ফেলোশিপ প্রদান করা হচ্ছে ।

উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলি

১. উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রী (পাস)/ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে। 

২. নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে (ক্লাস) কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে (বাংলা/ইংরেজি) গণনা করা যেতে পারে। 

৩. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে। 

অভিভাবক/পিতা-মাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ (দশমিক শূন্য পাঁচ) শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ (দশমিক পঁচাত্তর) শতাংশের কম জমি থাকতে হবে।

উপবৃত্তির আবেদন দাখিলের বিজ্ঞপ্তি ২০২৩

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে ১ম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন দাখিলের বিজ্ঞপ্তি ২০২৩

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক (পাস) সমমান পর্যায়ের বা ডিগ্রী ১ম বর্ষে (২০২০-২১ শিক্ষাবর্ষের) ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ২০২২-২৩ অর্থবছরে উপবৃত্তি প্রদান করা হবে:

  • স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের বা ডিগ্রীর শুধু ১ম বর্ষে (২০২০-২১ শিক্ষাবর্ষের) অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির জন্য https://estipend.pmeat.gov.bd  এ লিংকে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে;
  • ই-স্টাইপেন্ড সিস্টেমের ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক ১৫/৩/২০২৩ খ্রি: থেকে ০৬/৪/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত লিংকের সিস্টেম ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অনলাইনে আবেদনকরতে পারবে;
  • নিবদ্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে প্রদত্ত ব্যবহার নির্দেশিকা অনুসরণ করতে হবেঃ
  • সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সংশ্রিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ইতোপূর্বে প্রদত্ত USER ID ও PASSWORD ব্যবহার করে অথবা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS
  • সফটওয়্যারের জন্য ব্যবহৃত USER ID ও PASSWORD ব্যবহার করেও লগইন করতে পারবেন;

ডিগ্রি উপবৃত্তি আবেদন ২০২৩ । Degree Upobitty Application 2023

উপবৃত্তির আবেদন দাখিলের সময়সীমা

সামগ্রিক প্রক্রিয়া সম্পন করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে আগামী ১৮/৪/২০২৩ খ্রি. তারিখের মধ্যে প্রাথমিকভাব নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রদানের লক্ষ্যে একটি স্বাক্ষরিত কার্যবিবরণী সংযুক্ত  করে সিস্টেম ব্যবহার করে অনলাইনে ট্রাস্টে প্রেরণ করবেন; এবং প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার কোন হার্ড কপি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রেরণের প্রয়োজন নেই ।

ডিগ্রী উপবৃত্তি আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর এইচএসসি রেজিস্ট্রেশন ও রোল নম্বর।
  • ডিগ্রী রেজিস্ট্রেশন নাম্বার।
  • আবেদনকারী জাতীয় পরিচয় পত্রের নম্বর
  • জন্ম নিবন্ধন এর নাম্বার
  • অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও মোবাইল নাম্বার
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের এক কপি ছবি
  • আবেদনকারীর ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার

যে সকল শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করতে পারবে। বিকাশ অথবা রকেট একাউন্ট নাম্বার দিয়ে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে।

FAQ – estipend pmeat gov bd

  • প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর দায়িত্ব ও কার্যাবলি?

৬ষ্ঠ থেকে স্নাতক (পাস) ও সমমান শ্রেণি পর্যন্ত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি ও উপবৃত্তি প্রদান।

  • অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে?

হ্যাঁ। e-Stipend Management Systemঅ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। যার লিংক https://play.google.com/store/apps/details?id=com.synesisIt.pmeat

  • রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছে?

হেল্প ডেস্ক -এ গিয়ে নিচের তথ্যগুলো দিন: ১. ডিগ্রী রেজিস্ট্রেশন নম্বর, ২. এইচ এস সি রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর, ৩. প্রতিষ্ঠানের নাম, ৪. বর্ষ (১ম, ২য় অথবা ৩য় বর্ষ), ৫. জেলা, ৬. উপজেলা, ৭. ফোন/মোবাইল নম্বর

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *