জৈষ্ঠ ও কনিষ্ঠ সহকারী শিক্ষকদের বেতন সমতাকরণ

প্রাথমিক বিদ্যালয়ের জৈষ্ঠ ও কনিষ্ঠ সহকারী শিক্ষকদের বেতন সমতাকরণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জৈষ্ঠ ও কনিষ্ঠ সহকারী শিক্ষকদের সধ্যে বেতন সমতাকরণ এর প্রস্তাব প্রেরণ। উপরিউক্ত বিষয়ের উপর দৃষ্টি আকর্ষন পূর্বক জানানো যাচ্ছে যে, মাঠ পর্যায়ে কর্মরত সহকারী শিক্ষকগণের সমতাকরণ সংক্রান্ত বকেয়া বেতন ভাতাদির বাজেট বরাদ্দ প্রস্তাবের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর: ৩৮:০০, ০০০,০০৮ ১২.০০১:১৭-৩৮০, তারিখ; ১৭/১২/২০২২ ইং মুলে “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট জৈষ্ঠ ও কনিষ্ট দুজন সহকারী শিক্ষক এর সরকারি চাকুরীতে যোগদানের তারিখ হতে জাতীয় বেতন স্কেল ২০১৫ জারীর পুর্ব পযন্ত বেতন বিবরণী ছক হিসাবরক্ষণ কার্যালয় হতে যাচাই পূর্বক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে”।

এ ছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জৈষ্ঠ্য ও কনিষ্ঠ সহকারী শিক্ষকদের মধ্যে বেতন সমতাকরণের বকেয়ার আবেদনের সাথে নিম্নে উল্লেখিত কাগজপত্র ও তথ্যাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/সুপারিনটেনজেন্ট, পিটিআই-এর মতামতসহ সুপারিশ প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলোঃ

ক. বকেয়া প্রাপ্তির ক্ষেত্রে যৌক্তিকতা উল্লেখ করে সংশ্লিষ্ট শিক্ষকের আবেদনপত্র;

খ. কনিষ্ঠ শিক্ষকের সাথে জৈষ্ঠ শিক্ষকের বেতন বৈষম্য সৃষ্টি হওয়ার প্রেক্ষাপট চিহ্নিতকরণ (সুনির্দিষ্ট কারণ)

গ. চাকুরিতে যোগদানকৃত শিক্ষকের পরিচালন খাত হতে বেতন-ভাতা গ্রহণ করেছেন কিনা তা সনাক্তকরণ;

ঘ. নিয়োগপত্রের সত্যায়িত কপি;

ঙ. চাকুরিতে যোগদানকৃত শিক্ষক/শিক্ষিকা পিইডিপি ৪ (উন্নয়ন খাত) হতে বেতন গ্রহণ করেছেন কিনা তা চিহ্নিত করণ;

চ. শিক্ষকের শিক্ষাগত যোগ্যতাসহ (সি. ইন.এড/বি-এড) উন্নীত হওয়ার তারিখ উল্লেখসহ সনদের সত্যায়িত কপি;

ছ. বিভাগীয় মামলাজনিত কারণে শাস্তি প্রদান করা হয়েছে কিনা এ বিষয়ে তথ্যাদি সংযুক্তকরণ;

জ. শিক্ষক/শিক্ষিকা বিনা বেতনে অসাধারণ ছুটি ভোগ করেছেন কি-না এ সংক্রান্ত বিষয়ে তথ্য সংযুক্তকরণ;

ঝ. কনিষ্ঠ ও জৈষ্ঠ্য শিক্ষক/শিক্ষিকার বেতন বিবরণী (চাকুরীর শুরু থেকে):

ঞ. নির্ধারিত বিল ফর্মে প্রস্তুতকৃত বিলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস থেকে নন-ড্রয়াল প্রত্যয়ন (বিলের গায়ে);

ট. বিলের বিস্তারিত বিবরণ (মাস উল্লেখপূর্বক বছরভিত্তিক);

ঠ. “শিক্ষক/শিক্ষিকার বকেয়া দাবী সঠিক আছে এবং বকেয়ার বরাদ্ধ প্রদানের জনা সুপারিশ করা হলো”। মর্মে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/ সূপারিনটেনডেন্ট এর সুপারিশ;

এমতাবস্থায়, বর্ণিত ক্রামিক ক. হতে ঠ. এ বর্ণিত চাহিদাসমুহ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুটি পরের (কপি সংযুক্তকরণ নির্দেশনা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সহকারী শিক্ষকদের বেতন সমতাকরণ সংক্রান্ত বকেয়া প্রস্তাব প্রেরণের জনা অনুরোধ করা হলো।

আরো পড়ুন: ফেসে যাচ্ছেন জাল সনদধারী প্রাথমিক শিক্ষকগণ

উপরোউল্লিখিত চাহিদাসমূহের ঘাটতি পরিলক্ষিত হলে বিষয়টি নিস্পত্তিযোগ নয় মর্মে বিবেচিত হবে।

ইউইও/টিইও/ইউআরস্/টিআরসি থেকে সরাসরি প্রেরিত কোন বকেয়া বিল সংক্রান্ত কোন প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

জৈষ্ঠ ও কনিষ্ঠ সহকারী শিক্ষকদের বেতন সমতাকরণ নোটিশ ২০২৩

জৈষ্ঠ ও কনিষ্ঠ সহকারী শিক্ষকদের বেতন সমতাকরণ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *