জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে। ২০২২ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষায় প্রথম শ্রেণি ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু করেছে সরকার। আজ আমরা আলোচনা করবো নতুন জাতীয় শিক্ষাক্রমের মূলনীতি, রূপকল্প ও অভিলক্ষ্য নিয়ে।
নতুন শিক্ষাক্রমের মূলনীতি
শিক্ষাক্রম রূপরেখার রূপকল্প, অভিলক্ষ্যসমূহের যথাযথ বাস্তবায়ন ও অনুসরণের মাধ্যমে সঠিকভাবে অর্জন নিশ্চিত করতে দেশের প্রেক্ষাপট বিবেচনায় কিছু মূলনীতি সুনির্দিষ্ট করা হয়েছে যা এই শিক্ষাক্রম উন্নয়ন ও বাস্তবায়নের দিক নির্দেশনা হিসেবে কাজ করবে, সেগুলো হলো:
- মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ
- একীভূত ও অন্তর্ভূক্তিমূলক
- বৈষম্যহীন
- বহুমাত্রিক
- যোগ্যতাভিত্তিক
- সক্রিয় ও অভিজ্ঞতা ভিত্তিক শিখন
- প্রাসঙ্গিক ও নমনীয়
- জীবন ও জীবিকা-সংশ্লিষ্ট
- অংশগ্রহণ মূলক
- শিক্ষার্থী কেন্দ্রিক ও আনন্দময়
জাতীয় শিক্ষাক্রম ২০২১ এর রূপকল্প
“মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযৌজনে সক্ষম সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা ।”
মহান মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ, জাতীয় ইতিহাস, এতিহ্য, সংস্কৃতি লালনকারী সৎ, নৈতিক, মূল্যবোধসম্পন্ন, বিজ্ঞানমনস্ক, আত্মবিশ্বাসী, দক্ষ, সৃজনশীল ও সুখী একটি প্রজন্ম তৈরির লক্ষ্যে পকল্পটি নির্ধারিত হয়েছে। যে প্রজন্ম স্বকীয়তা বজায় রেখে অপরের কল্যাণে নিবেদিত হওয়ার পাশাপাশি সমাজের ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলের সঙ্গে সৌহার্যপূর্ণ আচরণ ও শ্াক্তিপূর্ণ সহাবস্থানে সচেষ্ট হবে । সৃজনশীলতা ও রূপার্তরযোগ্য দক্ষতা অর্জনের মাধ্যমে উৎপাদনশীল নাগরিক হিসেবে স্বাধীনতার সুফল নিশ্চিত করে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অবদান
রাখতে পারবে। এছাড়াও বিশ্বায়নের প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বহুমাত্রিকতাকে স্বাগত জানিয়ে অভিযোজনে সক্ষম বিশ্বনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে ।
READ MORE:
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি সহায়তা আবেদন করার নিয়ম 2023
জাতীয় শিক্ষাক্রম ২০২১ এর অভিলক্ষ্য
শিক্ষার মাধ্যমে এ রূপকল্প অর্জনে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে । এ জন্য প্রয়োজন শিক্ষাক্রম এবং তার বাস্তবায়নে সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনায় কিছু কৌশলগত বৈশিষ্ট্যের প্রতিফলন নিশ্চিত করা । একটি কার্যকর পরিকল্পনা ও তার সুষ্ঠু বাস্তবায়নই এ রূপকল্প অর্জন নিশ্চিত করতে পারে ।
- রূপকল্প বাস্তবায়নের অভিলক্ষ্য সমূহ নিম্নরূপ
- সকল শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনা বিকাশে কার্যকর ও নমনীয় শিক্ষাক্রম
- শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর বিকাশ ও উতকর্ষের সামাজিক কেন্দ্র
- প্রাতিষ্ঠানিক পরিবেশের বাইরেও বহুমাত্রিক শিখনের সুযোগ ও স্বীকৃতি
- সংবেদনশীল, জবাবদিহিমূলক একীভূত ও অংশগ্রহণমূলক শিক্ষাব্যবস্থা
- শিক্ষাব্যবস্থার সকল পর্যায়ে দায়িতৃশীল, স্ব-প্রণোদিত, দক্ষ ও পেশাদার জনশক্তি
জাতীয় শিক্ষাক্রম ২০২১
শিক্ষাক্রমে যোগ্যতার ধারণা
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত সক্ষমতা।
জ্ঞান
- নিজ, সমাজ ও বিশ্ব সম্পর্কে ধারণা লাভ।
- সুক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে আন্তঃবিষয়ক সংযোগ স্থাপন
- পাঠ্যপুস্তক ও পাঠ বহির্ভূত ধারণার মধ্যে সংযোগ স্থাপন
দক্ষতা
- সুক্ষ্ম চিন্তন ও সমস্যা সমাধান
- সৃজনশীল চিন্তন ও কল্পনা
- মৌলিক ও ডিজিটাল সাক্ষরতা
- সহযোগিতা ও যোগাযোগ
- সিদ্ধান্ত গ্রহণ ও স্ব-ব্যবস্থাপনা
- অভিযোজন
- জীবন ও জীবিকার জন্য প্রস্তুতি
- বিশ্ব নাগরিকত্ব
মূল্যবোধ
- সংহতি
- দেশপ্রেম
- পরমতসহিষ্ণুতা
- শ্রদ্ধা ও সহমর্মিতা
- অসাম্প্রদায়িকতা
দৃষ্টিভঙ্গি
- ইতিবাচক
- গঠনমূলক
নতুন বাস্তবায়িত শিক্ষাক্রম সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট অনুসরণ করুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর সকল খবর পেতে সাথেই থাকুন।