কর্মকর্তাদের মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের নির্দেশিকা

কর্মকর্তাদের মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের নির্দেশিকা

কর্মকর্তাদের মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের নির্দেশিকা বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য মুক্তপাঠ কোর্স করার গাইডলাইন।

জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর ) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তাগণের অংশগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত ।

সূত্র : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৬/২/২০২৩ তারিখের ৩৮.০১.0000.600.002.2৩-৬০ সংখ্যক স্মারকের পত্র ।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে , প্রাথমিক স্তরের সকল শিক্ষকের জন্য জাতীয় শিক্ষাক্রম ২০২১
( প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে । সরকারি , বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের
০৩ ২০২৩ -( dpe.muktopaath.gov.bd ) এ যুক্ত হয়ে অনলাইন প্রশিক্ষণটি সম্পন্ন করছেন ।

খুব শিঘ্রই জাতীয় শিক্ষাক্রম ২০২১ ( প্রাথমিক স্তর ) এর বিস্তরণ বিষয়ক মুখোমুখি প্রশিক্ষণটি শুরু হতে যাচ্ছে বিধায়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সকল উপপরিচালক , সহকারী পরিচালক , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার , পিটিআই
সুপারিনটেনডেন্ট , সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার , সহকারী সুপারিনটেনডেন্ট , শিক্ষা অফিসার , গবেষণা
কর্মকর্তা , উপজেলা শিক্ষা অফিসার , পিটিআই ইন্সট্রাক্টর, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী গবেষণা কর্মকর্তা , সহকারী
উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী ইন্সট্রাক্টরগণকে ১০ এপ্রিল ২০২৩ থেকে ৩০ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে ই – লার্নিং
প্ল্যাটফর্ম মুক্তপাঠ ( dpe.muktopaath.gov.bd ) এ যুক্ত হয়ে ব্যক্তিগত Employee ID ব্যবহার করে অনলাইন প্রশিক্ষণটি সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

 অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের নির্দেশিকা

কর্মকর্তাদের মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের নির্দেশিকা

কোর্সের নাম- জাতীয় শিক্ষাক্রম ২০২১ ( প্রাথমিক স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স

কোর্সে অংশগ্রহণের লিংক– প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ই – লার্নিং প্ল্যাটফর্ম https://dpe.muktopaath.gov.bd ভিজিট করলে কোর্সটি দেখা যাবে । পাশাপাশি https://dpe.muktopaath.gov.bd/course-details/1044 এই লিংকে ভিজিট করেও সরাসরি কোর্সে প্রবেশ করতে পারবেন ।

মুক্তপাঠ রেজিস্ট্রেশন

কিভাবে মুক্তপাঠ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করবেন

1 . https://muktopaath.gov.bd/ এই লিংকে প্রবেশ করুন ।

২ . মুক্তপাঠ প্ল্যাটফর্মে পূর্বে রেজিস্ট্রেশন না থাকলে , ‘রেজিস্ট্রেশন ’ বাটনে ক্লিক করুন ( পূর্বে রেজিস্ট্রেশন থাকলে পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই , সেক্ষত্রে প্ল্যাটফর্মে‘ লগইন ’ করে কোর্স শুরু করুন) ।

৩ . রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কিছু প্রাথমিক তথ্য প্রদান করতে হবে ।

৪ . মুক্তপাঠে রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেট করার সময় আপনার সার্টিফিকেটের নামটি সঠিকভাবে লিখতে হবে । আপনার আইডি থেকে একবার সার্টিফিকেট তৈরি হওয়ার পর সার্টিফিকেটের নাম পরিবর্তন করা যাবে না ।

৫ . রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় আপনার মোবাইল / ইমেইল যে কোন একটি ব্যবহার করা যাবে। মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে মোবাইলে একটি OTP আসবে আর ইমেইল ব্যবহার করলে ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে । OTP / ইমেইল ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে ।

মুক্তপাঠ লগইন 

  1. https://muktopaath.gov.bd/ এই লিংকে প্রবেশ করে ‘ লগইন ’ বাটনে ক্লিক করুন ।
  2. রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় ব্যবহারকৃত মোবাইল নম্বর/ ইমেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন সম্পূর্ণ করুন।
  3. পাসওয়ার্ড ভুলে গেলে ‘ পাসওয়ার্ড রিসেট করুন ’বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় ব্যবহারকৃত মোবাইল নম্বর / মেইল আইডি যুক্তকরে সিস্টেমের নির্দেশনা অনুসরণ করে পাসওয়ার্ড রিসেট করে নিন এবং লগইন সম্পন্ন করুন।

মুক্তপাঠ কোর্স শুরু করার নিয়ম 

কিভাবে মুক্তপাঠ কোর্স শুরু করবেন তা দেখুনঃ 

  • https://dpe.muktopaath.gov.bd ভিজিট করলে কোর্সটি দেখতে পারবেন ।
  • https://dpe.muktopaath.gov.bd/course-details/1044 প্রবেশ করুন ।
  • কোর্সে প্রবেশ করে ‘কোর্সটি শুরু করুন ’ বাটনে ক্লিক করুন ।
  • এখানে ২টি ব্যাচ দেখা যাবে ।১ টি শিক্ষকদের জন্য অন্যটি কর্মকর্তাদের জন্য । কর্মকর্তা হিসেবে যুক্ত হওয়ার জন্য কর্মকর্তার ব্যাচের নিচে ‘কোর্সটি শুরু করুন ’বাটনে ক্লিক করুন ।
  • এখানে একটি পপআপ /ভেরিফিকেশন ফরম আসবে । প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রদ Employee ID, জন্ম তারিখ ভেরিফিকেশনের মাধ্যমে কোর্সে যুক্ত হওয়া যাবে । এ ক্ষেত্রে একজন ইউজার একটি মাত্র Employee ID ব্যবহার করতে পারবেন ।একাধিক অ্যাকাউন্ট তৈরি বা একই Employee ID একাধিকবার ব্যবহার করা যাবে না ।

আরো পড়ুনঃ মুক্তপাঠ রেজিস্ট্রেশন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ও পাসওয়ার্ড রিসেট সংক্রান্ত করবেন যেভাবে

কর্মকর্তাদের Employee ID

প্ৰাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রদত্ত আপনার Employee ID খুঁজে পেতে উল্লিখিত স্টেপগুলো অনুসরণ করুনঃ

i . শুরুতে dpe.gov.bd তে ভিজিট করুন

ii . ওয়েবসাইটের ডান পাশে মাঝামাঝি স্থানে ‘ডিপিই একাউন্টিং সিস্টেম ’- এ ক্লিক করুন

iii . একাউন্টিং ইনফরমেশন সিস্টেমে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন

iv . Pmis সিস্টেম -এর উপরে বাম সাইডে Emp ID ( Employee ID ) পাওয়া যাবে ।

আরো পড়ুনঃ মুক্তপাঠ সার্টিফিকেট সংশোধন ও ডাউনলোড করার পদ্ধতি ২০২৩

মুক্তপাঠ কোর্স সম্পন্ন করার নিয়ম 

কিভাবে কোর্সটি সম্পন্ন করবেন-

১.এই কোর্সে মোট আটটি মডেল ও প্রত্যেকটি মডেলের অভ্যন্তরে তিন থেকে পাঁচটি লেসন রয়েছে।

২ . প্রতিটি পাঠে রয়েছে নির্ধারিত বিষয়বস্তু যেমন : পূর্ব অভিজ্ঞতা প্রশ্নমালা,ভিডিও কনটেন্ট , পাঠ সহায়িকা (পিডিএফ ), স্ব – মূল্যায়ন(কুইজ ), মতামত ও আলোচনা ।

৩ . প্রত্যেকটি পাঠ / লেসনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অংশ গ্রহণের মাধ্যমে পাঠটি সম্পন্ন হবে এবং ডান পাশে সবুজ টিকমার্ক দেখা যাবে । পাঠ সম্পন্ন না হলে বা টিকমার্ক দেখা না গেলে নির্দেশনা খেয়াল করুন ।

মুক্তপাঠ সার্টিফিকেট তৈরি ও ডাউনলোড

কিভাবে সার্টিফিকেট তৈরি ও ডাউনলোড করবেন- 

১ . সকল পাঠ (১০০ % ) সম্পন্ন করলে আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন ।

২. সার্টিফিকেট তৈরি করার জন্য উপরের ম্যেনু থেকে আমার পাতা -তে ক্লিক করুন

৩ . বামপাশের সার্টিফিকেট ম্যনুতে ক্লিক করুন

8 . আবেদন বাটনে ক্লিক করুন

৫ . আপনার সার্টিফিকেটটি তৈরি করুন বাটনে ক্লিক করুন

৬ . সার্টিফিকেট ডাউনলোড বাটনে ক্লিক করুন । ( আপনার ডিভাইসে সার্টিফিকেট ডাউনলোড সম্পন্ন হয়ে যাবে )

কর্মকর্তাদের মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের নির্দেশিকা কর্মকর্তাদের মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের নির্দেশিকা

মুক্তপাঠ টিম

কোর্স করতে কোনো সমস্যার সম্মুখীন হলে কিভাবে সহযোগিতা নিবেনঃ 

১ কোর্স করতে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে , কোর্স পাতায় গুরুত্বপূর্ণ লিংক – এর মধ্যে সরাসরি সহায়তার জন্য বা অভিযোগ জানাতে গুগোল ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন । ১-২ দিনের মধ্যে আপনার সমস্যাটির সমাধান করা হবে ।

2 . কোর্স সম্পন্ন করতে কোন কারিগরি সমস্যার সম্মুখীন হলে নিজ জেলার ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকদের সহায়তা নিতে পারবেন ( তালিকা কোর্স লিংকে সংযুক্ত ) ।

৩. মুক্তপাঠ টিমের সাথে যোগাযোগ (বিস্তারিত কোর্স পাতায় রয়েছে ):

ইমেইল : [email protected]

ফেসবুক পেইজ : www.facebook.com/muktopaath.gov.bd

অন্যান্য নির্দেশনা

১ . এই কোর্সের সকল ভিডিও নির্দেশিকা কনটেন্ট , পাঠসহায়িকা , কুইজ ইত্যাদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর , এনসিটিবি এবং ইইউ এর মাধ্যমে নির্মিত ।বিনা অনুমতিতে কোর্সের কোন ভিডিও , পাঠসহায়িকা , কুইজের প্রশ্নোত্তর সামাজিক যোগাযোগ মাধ্যম ( ফেসবুক / ইউটিউব ) বা অন্য কোন মাধ্যমে শেয়ার করা নিষিদ্ধ ।

২. কোনো ব্যবহারকারী এরূপ কর্মকান্ডে জড়িত হলে তার বিরুদ্ধেবিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আপনার শিক্ষক আইডি ( পিন নম্বর ) খুঁজে পেতে এই লিংকে ভিজিট করুন

https://ipemis.dpe.gov.bd/

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *