এলজিইডি রাজস্ব কাঠামোভুক্ত কার্যসহকারী পদের লিখিত (MCQ Type) পরিক্ষার ফলাফল। ২৪ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব কাঠামোতুক্ত কার্যসহকারী পদের লিখিত (MCQ) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কের্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০০৯ এবং ০৬ জানুয়ারী ২০২১
তারিখে জারীকৃত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব কাঠামোভুক্ত কার্যসহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক নিয়ে ২নং অনুচ্ছেদে বর্ণিত শর্তে নিম়োক্ত রোল নম্বরধারী প্রার্থীরা কার্যসহকারী পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছেন:
এলজিইডি কার্যসহকারী পরিক্ষার ফলাফল
এলজিইডি কার্যসহকারী পদের মৌখিক পরীক্ষা
মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে বিবেচিত কোন প্রার্থী বিজ্ঞপ্তির শর্ত পুরন না করলে, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে
নির্ধারিত ডকুমেন্টস/সনদ্/প্রত্যয়ন উপস্থাপন না করলে, প্রতারণার আশ্রয় নিলে, কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে ৰা প্রয়োজনীয় তথ্য গোপন করলে, জাল সার্টিফিকেট উপস্থাপন করলে, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেট এর কোন অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে এবং আবেদনপত্রে গুরুতর কোন টি বা ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী উক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে। ক্ষেত্র বিশেষে সংশ্লিষ্ট প্রার্থী ফৌজদারী আইনে সোপর্দ হবে।
দৈনিক পত্রিকার ফল প্রকাশের সংবাদ ও বিস্তারিত ফলাফল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট lged gov bd এর মাধ্যমে জানা যাবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি
মৌখিক পরীক্ষার সময়সূচি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে (lged gov bd) ও বাংলাদেশ টেলিটক লিমিটেড এর ওয়েবসাইট http://lged.taletalk.com.bd এবং দৈনিক পত্রিকার মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।