এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগের কাগজপত্র যাচাই নীতিমালা সংশোধন ও নতুন নীতিমালা

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগের কাগজপত্র যাচাই নীতিমালা সংশোধন ও নতুন নীতিমালা

সদ্য এমপিওভুক্ত স্কুল ও কলেজের পাঠদান এবং একাডেমিক স্বীকৃতি সহ অন্যান্য কাগজপত্র ও শিক্ষক কর্মচারীদের সনদ জেলা ও উপজেলার কমিটির মাধ্যমে সরেজমিনে যাচাই করা হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের যাচাই নীতিমালা (সংশোধিত)

জেলা-উপজেলা ও থানা কমিটি শিক্ষকদের,

সেইসাথে জেলা-উপজেলা ও থানা কমিটি প্রতিষ্ঠানটি সরোজমিনে যাচাই করবে। যাচাই-বাছাই শেষে তথ্য সঠিক হলে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে আবেদন করবেন। আর জেলা ও অঞ্চল পর্যায়ের কমিটি অনলাইনে আবেদনের স্তর যাচাই করবেন।  মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য উপজেলা বা থানা কমিটি ও জেলা কমিটির মাধ্যমে যাচাই করা হবে।

আর উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যায় এবং শিক্ষক-কর্মচারীদের নথিপত্র অন্য একটি জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে যাচাই করা হবে।

এরআগে নতুন প্রতিষ্ঠান এমপিও কোড পাওয়ার পর মাধ্যমিক স্তর ও শিক্ষকদের কাগজপত্র প্রাথমিকভাবে উপজেলা ও থানা কমিটি কতৃক যাচাই-বাছাই করা হতো। আর উচ্চমাধ্যমিক ও ডিগ্রি স্তর ও শিক্ষকদের নিয়োগের কাগজপত্র যাচাই হতো আঞ্চলিক কমিটির মাধ্যমে। 

জেলা ও অঞ্চল ভিত্তিক যে কমিটি ছিলো তারা অনলাইন এমপিও আবেদনের স্তর যাচাই করতো। ২০২১ সালে জারি হওয়া এমপিও নীতিমালায় বিষয়টি উল্লেখ করা ছিলো। কিন্তু এবার নীতিমালার সংশ্লিষ্ট অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছে।

নতুন সংশোধন অনুযায়ী জেলা-উপজেলা ও থানা কমিটিকে প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের তথ্য যাচাইয়ের দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আবার জেলা ও অঞ্চল পর্যায়ের কমিটিকে অনলাইনে পাওয়া আবেদনের স্তর যাচাইয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

৩০ অক্টোবর, রোববার স্কুল-কলেজের এমপিও নীতিমালায় নতুন এমপিও প্রতিষ্ঠান ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই সংক্রান্ত অনুচ্ছেদটি সংশোধন করে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এমপিওভুক্ত শিক্ষকদের কাগজপত্র যাচাই এর নতুন নীতিমালা

সংশোধন করে জারি করা নতুন পরিপত্রে বলা হয়েছে,

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ২৬(গ) অনুচ্ছেদের ক্ষমতাবলে সরকার কর্তৃক নীতিমালা ১৭.২ নং অনুচ্ছেদের নিম্নরূপ সংশোধন করা হলো:

৭.২ নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান/স্তর এমপিও কোড পাওয়ার পর প্রতিষ্ঠানের পাঠদান, একাডেমিক স্বীকৃতি, এমপিও কোড ও অন্যান্য কাগজপত্র এবং ব্যক্তি এমপিও*র ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের সকল পরীক্ষার সনদ/মার্কশীট এনটিআরসিএ” নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে) এনটিআরসিএ*র সুপারিশ (প্রযোজ্য ক্ষেত্রে) ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্রের মূল কপিসহ নিম্নবর্ণিত উপজেলা/ থানা/ জেলা কমিটি প্রতিষ্ঠানটি সরেজমিনে যাচাই করবেন। যাচাই শেষে সঠিকতা থাকলে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে আবেদন করবেন। জেলা/ অঞ্চল পর্যায়ের কমিটি অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ সংশ্লিষ্ট স্তর যাচাই করবেন।

ক) উপজেলা/থানা পর্যায়ের কমিটি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের মাধ্যমিক অংশ):

(১) উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট উপজেলা/থানা)

(২) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রতিনিধি (সংশ্লিষ্ট উপজেলা/থানা)-০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত)।

(৩) এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- (সংশ্লিষ্ট উপজেলা/থানা)-০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত) 

খ) জেলা পর্যায়ের কমিটি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের মাধ্যমিক অংশ): 

(১) জেলা শিক্ষা অফিসার (সংশ্লিষ্ট জেলা)

(২) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রতিনিধি ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত)

(৩) জেলা সদরের এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত)।

উভয়ক্ষেত্রে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রতিনিধি মনোনয়নের ক্ষেত্রে উপজেলার প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং জেলার প্রতিষ্ঠানের মধ্যে সীমিত রাখতে হবে।

(গ) অঞ্চল পর্যায়ের কমিটি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল এন্ড কলেজের মাধ্যমিক অংশ):

(১) উপ পরিচালক (সংশ্লিষ্ট অঞ্চল)

(২) অঞ্চলে অবস্থিত জেলা শহরের/বিভাগীয় শহরের সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত)।

(৩) অঞ্চলে অবস্থিত জেলা শহরের/বিভাগীয় শহরের এমপিওভুক্ত হাই স্কুলের প্রধান শিক্ষক ০১জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত)

(ঘ) জেলা পর্যায়ের কমিটি [স্কুল এন্ড কলেজের কলেজ অংশ, উচ্চ মাধ্যমিক কলেজের এবং স্নাতক (পাস) কলেজ:

(১) জেলা শিক্ষা অফিসার সেংশ্রিষ্ট জেলা)

(২) সরকারি কলেজের অধ্যক্ষ/প্রতিনিধি (সংশ্লিষ্ট জেলা)-০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত)

(৩) এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ-(সংশ্লিষ্ট জেলা)-০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত)

কলেজের জন্য উপজেলা/জেলা পর্যায়ে কোনো কমিটি না থাকায় জেলা পর্যায়ে কলেজের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি আবেদনসমূহ যাচাই করে অঞ্চল পর্যায়ের কমিটির নিকট সুপারিশ প্রেরণ করবেনা।

ঘ) অঞ্চল পর্যায়ের কমিটি [ক্ষুল এন্ড কলেজের কলেজ অংশ, উচ্চ মাধ্যমিক কলেজের এবং স্নাতক (পাস) কলেজ:

(১) পরিচালক (সংশ্লিষ্ট অঞ্চল):

(২) জেলা শহরের/বিভাগীয় শহরের সরকারি কলেজের অধ্যক্ষ ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত)

(৩) জেলা শহরের/বিভাগীয় শহরের এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ ০১ জন (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত)।

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগের কাগজপত্র যাচাই নীতিমালা সংশোধন ও নতুন নীতিমালা এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগের কাগজপত্র যাচাই নীতিমালা সংশোধন ও নতুন নীতিমালা

০২। ব্যক্তি এমপিওভুক্তির ক্ষেত্রে দাখিলযোগ্য আবশ্যকীয় সনদ ও রেকর্ডপত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর পরিশিষ্ট “ঙ” অনুসরণ করতে হবে।

০৩। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং এ আদেশ অবিলঘে কার্যকর হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *