২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভূক্ত মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৭.০০.০০০0.071.08.001.05/১১২ , তারিখ: ০৪/০২/২০১৬ মোতাবেক ৯ টি শিক্ষ বোর্ড হতে প্রাপ্ত তথ্যের আলোকে বোর্ড ভিত্তিক বৃত্তির কোটা বন্টন করা হলো:
শিক্ষা বোর্ডের নাম | এইচএসসি পরীক্ষা – ২০২২ (মেধা বৃত্তির বন্টন বিবরণী ) মেধা বৃত্তির কোটা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ড ভিত্তিক প্রাপ্য মেধাবৃত্তির সংখ্যা |
এইচএসসি পরীক্ষা-২০২২ ( সাধারণ বৃত্তির বন্টন বিবরণী) সাধারণ বৃত্তির কোটা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ড ভিত্তিক প্রাপ্য সাধারণ বৃত্তির সংখ্যা |
ময়মনসিংহ | ৫০ | ৫৭০ |
রাজশাহী | ১৫২ | ১১৯৭ |
কুমিল্লা | ১০৪ | ৯০২ |
সিলেট | ৩৪ | ৬১৮ |
বরিশাল | ৫১ | ৬১৬ |
চট্টগ্রাম | ৮৮ | ৮২৭ |
দিনাজপুর | ৮২ | ৮৯২ |
যশোর | ১৩০ | ৯৫৬ |
ঢাকা | ৪৩৪ | ২৭৯৮ |
এইচএসসি বৃত্তি 2022
মেধাবৃত্তির হারঃ মাসিক ৮২৫ ( আটশত পঁচিশ ) টাকা ও
এককালীন অনুদান (বাৎসরিক) : ১৮০০ (এক হাজার আটশত) টাকা ।
সাধারণ বৃত্তির হারঃ মাসিক ৩৭৫ (তিনশত পঁচাত্তর) টাকা ও
এককালীন অনুদান (বাৎসরিক) : ৭৫০ (সাতশত পঞ্চাশ) টাকা।
এই বৃত্তির ব্যয় চলতি (২০২২-২০২৩) অর্থ বছরের রাজস্ব বাজেটের “১২৫০২01-108762-3821117” বৃত্তি / মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে।
২০২২-২০২৩ অর্থ বছরে বর্ণিত বৃত্তি গুলোর বরাদ্দঃ
( i ) শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৭.০০.০০০0.071.08.001.05-1১২, তারিখ: ০৪/০২/২০১৬,
( ii ) শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং – ৩৭.০০.0000.071.08.001.05-৪০২ ,তারিখ :১১/০৫/২০১৫ এবং ( iii) শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং – ৩৭.০০.০০০০.071.08.001.05-74১, তারিখ: ১৪/০৮/২০১৪ সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী অনুসরণীয় ।
এইচএসসি বৃত্তির শর্তাবলী :
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দ কৃত বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যেকোন ব্যাংকে হিসাব (Account ) খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির ০৭ ( সাত ) দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করতে হবে ।
এইচএসসি বৃত্তি আবেদনের শেষ তারিখ
আগামী ১৬/০৩/২০২৩ তারিখের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে হার্ডকপি
মহাপরিচালক,
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ,ঢাকা
বরাবর প্রেরণ এবং শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বরসহ Soft Copy ( এক্সেল সীটে ) ই-মেইলে ( dsheboardgazette@gmail.com ) প্রেরণ করতে হবে।