এইচএসসি বৃত্তি 2022- মেধা ও সাধারণ বৃত্তির কোটা বন্টন

এইচএসসি বৃত্তি 2022- মেধা ও সাধারণ বৃত্তির কোটা বন্টন

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভূক্ত মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৭.০০.০০০0.071.08.001.05/১১২ , তারিখ: ০৪/০২/২০১৬ মোতাবেক ৯ টি শিক্ষ বোর্ড হতে প্রাপ্ত তথ্যের আলোকে বোর্ড ভিত্তিক বৃত্তির কোটা বন্টন করা হলো:

শিক্ষা বোর্ডের নাম এইচএসসি পরীক্ষা – ২০২২ (মেধা বৃত্তির বন্টন বিবরণী )

মেধা বৃত্তির কোটা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ড ভিত্তিক প্রাপ্য মেধাবৃত্তির সংখ্যা

এইচএসসি পরীক্ষা-২০২২ ( সাধারণ   বৃত্তির বন্টন বিবরণী)

সাধারণ বৃত্তির কোটা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ড ভিত্তিক প্রাপ্য সাধারণ বৃত্তির সংখ্যা 

ময়মনসিংহ ৫০ ৫৭০
রাজশাহী ১৫২ ১১৯৭
কুমিল্লা ১০৪ ৯০২
সিলেট ৩৪ ৬১৮
বরিশাল ৫১ ৬১৬
চট্টগ্রাম ৮৮ ৮২৭
দিনাজপুর ৮২ ৮৯২
যশোর ১৩০ ৯৫৬
ঢাকা ৪৩৪ ২৭৯৮

এইচএসসি বৃত্তি 2022

মেধাবৃত্তির হারঃ মাসিক ৮২৫ ( আটশত পঁচিশ ) টাকা   ও  

এককালীন অনুদান (বাৎসরিক) : ১৮০০ (এক হাজার আটশত) টাকা ।

সাধারণ বৃত্তির হারঃ মাসিক ৩৭৫ (তিনশত পঁচাত্তর) টাকা ও

এককালীন অনুদান (বাৎসরিক) : ৭৫০ (সাতশত পঞ্চাশ) টাকা।

এই বৃত্তির ব্যয় চলতি (২০২২-২০২৩) অর্থ বছরের রাজস্ব বাজেটের “১২৫০২01-108762-3821117” বৃত্তি / মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে।

২০২২-২০২৩ অর্থ বছরে বর্ণিত বৃত্তি গুলোর বরাদ্দঃ

( i ) শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক  নং- ৩৭.০০.০০০0.071.08.001.05-1১২, তারিখ: ০৪/০২/২০১৬,

( ii ) শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক  নং  – ৩৭.০০.0000.071.08.001.05-৪০২ ,তারিখ :১১/০৫/২০১৫ এবং ( iii)    শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক  নং  – ৩৭.০০.০০০০.071.08.001.05-74১, তারিখ: ১৪/০৮/২০১৪ সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী  অনুসরণীয় ।

এইচএসসি বৃত্তির শর্তাবলী :

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দ কৃত বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে তাদের ব্যাংক   হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যেকোন ব্যাংকে   হিসাব (Account ) খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির ০৭ ( সাত ) দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বরসহ   অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করতে হবে ।

এইচএসসি বৃত্তি আবেদনের শেষ তারিখ

আগামী ১৬/০৩/২০২৩ তারিখের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে হার্ডকপি 

মহাপরিচালক, 

মাধ্যমিক ও  উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ,ঢাকা   

বরাবর প্রেরণ এবং শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বরসহ Soft Copy ( এক্সেল সীটে ) ই-মেইলে ( [email protected] ) প্রেরণ করতে হবে।

এইচএসসি বৃত্তি 2022- মেধা ও সাধারণ বৃত্তির কোটা বন্টন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *