উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম । নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩
|

উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম । নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়মঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হয়। তবে শুরুতে উপবৃত্তির টাকা শিক্ষকদের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর হাতে হাতে দেওয়া হতো। এরপর এটি রূপালী ব্যাংক এর মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশের মাধ্যমে বিতরণ করা হয়েছিলো।

বর্তমানে উপবৃত্তির টাকা বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং নগদ ও বিকাশ এর মাধ্যমে বিতরণ করা হচ্ছে। উপবৃত্তি প্রদান করার লক্ষ্যে শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোড করতে হয়। আপলোড করা তথ্য থেকে শিক্ষার্থীদের উপবৃত্তির চাহিদাপত্র তৈরি করা হয়। তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা তাদের অভিভাবকের মোবাইল নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা পায়। 

কিন্তু অনেক অভিভাবক অসতর্কতা বসত নগদ একাউন্টের পিন নম্বর ভুলে যান।  আজকে আমরা আমাদের এই পোস্টে কিভাবে নগদ একাউন্ট থেকে প্রাথমিক বিদ্যালয় এর উপবৃত্তির টাকা উত্তোলন করা যায় এবং পিন নম্বর ভুলে গেলে কিভাবে নগদ একাউন্টের পিন পরিবর্তন করা যায় সেটি বিস্তারিত আলোচনা করব। 

নগদ থেকে উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম 

ধাপ ১ঃ  আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে  *167# ডায়াল করুন।

ধাপ ২ঃ আপনি যদি প্রথমবার আপনার নগদ একাউন্টে প্রবেশ করেন তাহলে আপনার কাছে একটি নতুন পিন নম্বর চাবে। আর যদি আপনার একাউন্টটি এর আগে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনার কাজ কাছে পিন নম্বর চাবে না।

নগদ একাউন্টে নতুন পিন নম্বর সেট করার নিয়মঃ

আপনার মোবাইল ব্যাংকিং সেবার নগদ একাউন্টে নতুন পিন নম্বর দেয়ার জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন-

 

  • ক্রমিক সংখ্যা তিন নম্বর হিসেবে ব্যবহার করতে পারবেন না । যেমনঃ ১২৩৪/৫৬৭৮
  • তবে আপনি পিন নম্বর হিসেবে যে সংখ্যাগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো হলো ১১২২/২২৫৫/৬৯৮৭/৫৬৩২

ধাপ ৩ঃ পিন নম্বর প্রবেশ করানোর পর send বাটনে ক্লিক করুন। আপনার পিন নম্বর সেট হয়ে গেছে এখন আপনি লেনদেনের জন্য নগদের মেনু দেখতে পারবেন।

ধাপ ৪ঃ এখন আপনি আপনার নগদ ব্যালেন্স চেক করার জন্য 7নম্বর অপশনে My Nagad লেখা দেখতে পারবেন।  মোবাইলে 7 লিখে সেন্ড বাটনে ক্লিক করুন।

ধাপ ৫ঃ এখন আপনি আপনার দেয়া পিন নম্বরটি প্রবেশ করলে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। 

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা তোলার নিয়ম

  • আপনি আপনার নগদ একাউন্ট এর মেনুতে ক্যাশ আউট নামে একটি অপশন দেখতে পারবেন।
  •  ক্যাশ আউট করার জন্য ১ লিখে সেন্ড বাটনে ক্লিক করুন।
  •  এরপর আপনি নগদ উদ্যোক্তার অ্যাকাউন্ট নম্বরটি প্রবেশ করান এবং সেন্ড বাটনে ক্লিক করুন।
  •  এখন আপনি কত টাকা উত্তোলন করবেন সেই টাকার পরিমান প্রবেশ করেন এবং সেন্ট বাটনে ক্লিক করুন।
  • আপনি যে পরিমাণ টাকা উত্তোলন করতে চাচ্ছেন সেটি প্রবেশ করুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন।
  •  এখন আপনি আপনার উদ্যোক্তার কাছ থেকে টাকাটি বুঝে নিন।

 এভাবেই আপনি নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা যেকোনো উদ্যোক্তার দোকান থেকে ক্যাশ আউট করে নিতে পারবেন।

নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩

আপনি আপনার মোবাইল ব্যাংকিং সেবা নগদের পিন নম্বর ভুলে গেলে সেটি আবার পুনরায় পরিবর্তন করে নতুন পিন সেট করতে পারবেন।  নগদ একাউন্টে নতুন পিন সেট করার জন্য আপনাকে নিজের পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে।

ধাপ ১ঃ মোবাইলে ডায়াল অপশন থেকে *167# ডায়াল করুন।

উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম । নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩

ধাপ 2: মেনু থেকে ৮ নম্বর এ পিন রিসেট অপশনে প্রবেশ করুন।

উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম । নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩

ধাপ 3: নম্বর ভুলে গেলে ১ অথবা পিন নম্বর পরিবর্তন করতে চাইলে ২ নম্বর অপশনে প্রবেশ করুন ।

উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম । নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩

ধাপ 4: এখন আপনি আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর প্রবেশ করান।  যে জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনার নগদ একাউন্ট খোলা হয়েছে অবশ্যই সেই নম্বরটি প্রবেশ করতে হবে।

উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম । নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩

ধাপ 5: আপনার  জন্ম সাল দিন।

উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম । নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩

ধাপ 6: বিগত ৯০ দিনের মধ্যে নগদে কোন রকমের লেনদেন করে থাকলে ১  অথবা লেনদেন না থাকলে ২ চাপুন।

উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম । নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩

ধাপ 7: লেনদেন করে থাকলে কি ধরনের লেনদেন করেছেন সেটি সিলেক্ট করেন।

উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম । নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩

ধাপ 8: এখন কত টাকা লেনদেন করেছেন সেটি টাইপ করুন।

উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম । নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩

ধাপ 9: এখন আপনাকে নগদ থেকে কনফার্মেশন এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে। 

উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম । নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩

 নগদ একাউন্টের পিন রিসেট এর জন্য বা পিন পরিবর্তনের জন্য আপনাকে এভাবেই আবেদন করতে হবে। কনফার্মেশন এসএমএস পাওয়ার পর আপনি উপরে দেয়া নতুন পিন সেট পদ্ধতি অনুসরণ করে নতুন ভাবে আপনার নগদ একাউন্টের  পিন নম্বর সেট করতে পারবেন। 

উপবৃত্তির টাকা উত্তোলন করার নিয়ম । নগদ একাউন্টের পিন পরিবর্তনের নতুন পদ্ধতি ২০২৩

FAQ-

প্রশ্নঃ উপবৃত্তি টাকা কখন উত্তোলন করা যাবে? 

উত্তরঃ উপবৃত্তির টাকা পরেও উত্তোলন করা যাবে। টাকা হ্যাকিং ঠেকাতে দ্রুত উত্তোলনের নির্দেশনা দেয়া হয়েছে। 

প্রশ্নঃ কোন কোন মাসের উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে?

উত্তরঃ জানু-জুন/২০২২ সময়ের ৫০% শিক্ষার্থীদের টাকা বিতরণ করা হয়েছে, 

প্রশ্নঃ উপবৃত্তির টাকা কবে বিতরণ শেষ করা হবে বা কবে বিতরণ করা হবে?

উত্তরঃ বাকী টাকা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে বিতরণ করা হবে।

প্রশ্নঃ যৌথ শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা কি বিতরণ করা হয়েছে?

উত্তরঃ যৌথ শিক্ষার্থীদের অর্থ বিতরণ করা হয়নি। 

প্রশ্নঃ যৌথ শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা কবে বিতরণ করা হবে?

উত্তরঃ আশা করা যায়, যৌথ শিক্ষার্থীদের অর্থ ১৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ থেকে পাবে। 

প্রশ্নঃ যে সকল শিক্ষার্থী উপবৃত্তি টাকা তুলতে পারেনি তারা কবে উপবৃত্তির টাকা পাবে?

উত্তরঃ বাউন্স ব‍্যাককৃত প্রায় ৯ লক্ষ শিক্ষার্থীর টাকা মার্চে পুনরায় বিতরণের পরিকল্পনা রয়েছে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *