নব নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকগণের ইনডাকশন ট্রেনিং মেনুয়াল PDF

নব নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকগণের ইনডাকশন ট্রেনিং মেনুয়াল PDF

ইনডাকশন ট্রেনিং কি?

ইনডাকশন ট্রেনিং এর মূল উদ্দেশ্য হল নতুন কর্মচারীদের একীভূত করা এবং তাদের প্রতিষ্ঠান পরিচিতি ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করা। Induction Training -এর মেয়াদ 10 দিন যেখানে ২৫ টি অধিবেশন রয়েছে। প্রতিটি উপজেলার ইউ আর সি সেন্টারে এই ট্রেনিং অনুষ্ঠিত হবে। প্রতিটি শিক্ষককে এই ট্রেনিং গ্রহণ শেষে একটি সার্টিফিকেট ও সম্মানী ভাতা প্রদান করা হবে।

প্রতিটি ব্যাচে ৩০ জন করে প্রশিক্ষন গ্রহণ করবেন।

ইন্ডাকশন ট্রেনিং এর গুরুত্ব

ইনডাকশন ট্রেনিং এর মূল উদ্দেশ্য হল নতুন কর্মচারীদের একীভূত করা এবং তাদের প্রতিষ্ঠান পরিচিতি ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করা। ইন্ডাকশন ট্রেনিং নতুন কর্মীদের নতুন কাজের পরিবেশে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করে এবং তাদের নিজেদের সম্পর্কের উন্নতি ঘটায়। 

নব নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকগণের ইনভাকশন ট্রেনিং প্রদান প্রসঙ্গে মন্ত্রণালয়ের নির্দেশনা 

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ২০২২-২৩ অর্থবছরে সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ – এ নব নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকগণের ১০ (দশ) দিনব্যপী ইনডাকশন প্রশিক্ষণ শীঘ্রই পরিমার্জিত ম্যানুয়ালের আলোকে সংশ্লিষ্ট ইউআরসি/টিআরসিতে অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে যারা মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন, তাদের উপজেলা/থানা রিসোর্স সেন্টারে বিগত বছরে প্রেরিত পরিমার্জিত ম্যানুয়াল (সফট কপি) অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের প্রয়োজ্জনীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

নবনিযুক্ত শিক্ষকদের ইনডাকশন প্রশিক্ষণের উদ্দেশ্য :

  • প্রাথমিক শিক্ষার কাঠামো, লক্ষ্য, উদ্দ্যেশ্য, প্রান্তিক যোগ্যতা, শিখনফল, শিক্ষাক্রম, পাঠ্যসূচি ইত্যাদি বিষয়ে ধারণা লাভে সহারতা করা। 
  • শিখন শেখানো সামগ্রী, শিক্ষা উপকরণ এর ব্যবহার ইত্যাদি বিষয়ে ধারণা লাভে সহায়তা করা শ্রেণি ব্যবস্থাপনার প্রয়োজনীয় কৌশল ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শ্রেণিকক্ষে মানোন্নয়নে সক্ষম করে তোলা ।
  • যে কোন বিষে শিখানো কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ পাঠ পরিকল্পনা তৈরি করতে সক্ষম করে তোলা ।
  • শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বিভিন্ন কৌশল জানা ও প্রয়োগ করতে সামর্থ করা। সহ শিক্ষা ক্রমিক কার্যাবলি পরিচালনার কৌশল জানতে সহায়তা করা।
  • প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য সব প্রতিষ্ঠান ও কমিটি সম্পর্কে ধারণা লাভে সহারতা করা ।
  • নিজের ধারাবাহিক পেশাগত উন্নয়নের সম্যক জ্ঞান লাভে সহায়তা করা।
  • চাকুরি সংক্রান্ত প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে ধারণা লাভ করা এবং উক্ত বিধিবিধান মেনে চলতে আগ্রহী করে তোলা ।

Induction Training 2023

প্রাথমিক শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং এর বিষয়বস্তুঃ 

১. প্রাথমিক শিক্ষা পরিচিতি 

২. প্রাথমিক শিক্ষা সংশি−ষ্ট প্রতিষ্ঠান 

৩. প্রাক-প্রাথমিক শিক্ষা একীভূত শিক্ষা 

৪. শিক্ষাক্রম 

৫. প্রান্তিক যোগ্যতা 

৬. শিখন শেখানো সামগ্রী 

৭. সম্পূরক পঠন সামগ্রীর ব্যবহার ও গুরত্ব

৮. শিখন শেখানো পদ্ধতি ও কৌশল

৯. শিক্ষা উপকরণ তৈরি ও সংগ্রহ

১০. মূল্যায়ন 

১১. ধারাবাহিক মূল্যায়ন কৌশল

১২. পাঠ পরিকল্পনা 

১৩. শ্রেণি ব্যবস্থাপনা 

১৪. শ্রেণি কার্যক্রম পরিচালনায় বিবেচ্য বিষয়সমূহ

১৫. শিক্ষক যোগ্যতা 

১৬. সহশিক্ষাক্রমিক কার্যক্রম

১৭. চাকরিবিধি 

১৮. গণকর্মচারী শৃংখলা (নিয়মিত উপ¯িহতি) অধ্যাদেশ ১৯৮২ চাকরি বিধি:সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-১৯৭৯ সরকারি কর্মচারী(শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ১৯৮৫

১৯ ছুটিবিধি 

২০. শিক্ষকতা পেশায় আচরণ

ইনডাকশন ট্রেনিং প্রাক মূল্যায়ন প্রশ্ন 

ট্রেনিং এর শুরুতেই নিচে দেয়া নমুনা প্রশ্ন অনুযায়ী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের একটি মূল্যায়ন পরীক্ষা দিতে হবে- 

আরো পড়ুনঃ প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীর তথ্য PEMIS Portal এ আপডেট করার পদ্ধতি ২০২৩

Primary Induction Training Manual 2023 

নতুন যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের ইনডাকশন প্রশিক্ষণ ম্যানুয়ালটির পিডিএফ লিংক দেওয়া হলো- 

Download Now

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *